Wednesday, 29 July 2020

কবিতা : চন্দনা গাঙ্গুলী

কবি পরিচিতি : আমি চন্দনা গাঙ্গুলী। বেলেঘাটার রানী রাসমণি গার্ডেন লেনে একটি একান্নবর্তী সংরক্ষনশীল মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম ১৯৬৪ সালের ২০শে মার্চ। ছোটবেলা থেকেই ভীষণ শাসন ও নিয়মের মধ্যে বড়ো হয়ে ওঠা। লরেটো কনভেন্ট থেকে মাধ্যমিক পাশ করে, উচ্চমাধ্যমিক ভিক্টোরিয়া কলেজে তারপর স্নাতকোত্তরের জন্য বাংলায় অনার্স নিয়ে বিদ্যাসাগর কলেজে পদার্পণ।
ছোটবেলা থেকেই বাংলা সাহিত্যের প্রতি ছিল প্রবল অনুরাগ। বই পড়ার নেশা ছিল অসম্ভব। পড়ার বই ছাড়া যেখান থেকে যে বই পেতাম, নিমেষে পড়ে শেষ করতাম। স্কুলে আবৃত্তি, নাটক, ধারাভাষ্য পাঠ সবেতেই থাকতো আমার মূখ্য ভূমিকা, সেও টিচারদের জোড়াজুড়িতে।
ছোট থেকেই আমি খুব লাজুক, চুপচাপ আর শান্ত মেয়ে ছিলাম। স্কুলের টিচার্সরা এতো স্নেহ করতেন ভাবলে এখনো চোখে জল চলে আসে। বাড়ির অমত আছে জেনেও ওনারা আমাকে দিয়ে সব সাংস্কৃতিক অনুষ্ঠানেই কিছু না কিছু করিয়ে নিতেন। ছন্দ মিলিয়ে ছড়া লেখা শুরু অনেক ছোট বয়সে। তখন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, স্কুলের ম্যাগাজিনে কবিতা লিখতে হ'ত।বাড়িতে এসবের গুরুত্ব কেউ দিতো না বা কোনো রূপ চর্চা ছিল না বলে বাড়ির সবাইকে লুকিয়ে চলতো ডায়েরীর পাতা ভর্তি করা।


নিজেকে কবি আমি ভাবতেও পারি না কারণ লেখাটা আমার হবি। যখন মুড হয় মাঝে মধ্যে একটু লিখি। তাও একান্ত মনের কথা চেনা শব্দে, সহজ ছন্দে। জীবনের নানা ঘাত প্রতিঘাত নানা প্রতিকূলতায় লেখা বহু বছর গঙ্গাপ্রাপ্তি লাভ করেছিল। জীবন সায়াহ্নে এসে আবার আমার ভালোলাগা গুলো ফিরিয়ে আনার চেষ্টায় আছি, তবে সময় অনেক কমে গেছে নিজের জন্য। বই পড়ার অভ্যাসটাও আর আগের মতো নেই , তবুও ভালোলাগাতো ভালোবাসাই তাই না! গল্পের অনেক প্লট ভাবি কিন্তু লিখে উঠতে পারি না, সব যেন তালগোল পাকিয়ে যায়।
পরিবার আমার খুব প্রিয় তাই সবার ভালোলাগা আমার কাছে বেশী প্রাধান্য পায়, নিজের ভালোলাগা নিয়ে আর ভাবি না।।

---------------------------------------------------------


আমি কবিতা 


আমি কবিতা -------
                             চিন্তা চেতনার প্রকাশ,
                             মনের আবেগ অনুরাগ আভাষ।
                             কিংবা দরদী মনের দীর্ঘশ্বাস।
আমি কবিতা ----------
                               অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ,
                                সমাজে গরিবী আর্তনাদ।
                               বলিষ্ঠ লেখনীর আশীর্বাদ।
আমি কবিতা ------------
                                  বাঁধনহারা এক উচ্ছ্বাস,
                                 শক্ত মাটিতে নরম সবুজ ঘাস।
                                প্রেমিকের মনে করি সদা বাস।
আমি কবিতা ------------
                                   বেদনা ব্যথা মনের কথা,
                                   আশার বানী, প্রেম গাঁথা।
                                    পথ মত ঈশ্বর যেথা।
   
            লিখতে ভালবাসি লিখি যেথা - সেথা।
            কান্না হাসি সুখ দুঃখ সবই মনের কথা।
            সে আমি -- আমার পরিচয়, আমি কবিতা।।

---------------------------------------------------------

 স্বপ্নসুখ 


 রাতের প্রহর শেষে ভোরের আলো, 
  পাখীর ডাকে স্বপ্ন ভেঙে গেলো। 
 সূর্য ওঠা রাঙ্গা ভোর আবার দেখা হলো,
  স্বপ্নগুলো সব হঠাৎ এলোমেলো। 
 স্বপ্ন ছিলো,নীল আকাশ হবো আবদ্ধ এই মনে, 
  স্বপ্ন ছিলো, বাতাস হয়ে ঘুরবো মনের টানে।
  স্বপ্ন ছিলো, অনেক বড়ো শিল্পী হবো জীবনে, 
স্বপ্ন ছিলো বাঁচার মতো বাঁচবো,নিজের জন্যে। 
  স্বপ্ন সেতো স্বপ্নই হয়, সত্যি হয় কোথায়? 
রাতের প্রহরে আসা যাওয়া,ভোরের আলোতে মেলায়।
  দিনের থেকে রাত তাই আমার কাছে ভালো, 
  সূর্যের থেকে মনে হয় চাঁদের বেশী আলো। 
জোছনা মাখা আঁধার আমি ভীষণ ভালোবাসি,
স্বপ্নই আমাকে ফিরিয়ে দেয় আমার মুখের হাসি।
   ইচ্ছেগুলো সব পূরণ হয় স্বপ্নের মাঝে, 
মানুষ হয়ে যা যা করতে আমার,মনে সাধ জাগে।
    বাস্তব নিয়ে নাজেহাল আজীবন আমি,
  স্বপ্নসুখ আমার জীবনে তাইতো ভীষণ দামী।। 

---------------------------------------------------------


 নীল সীমানা 


আকাশ তুমি কত উদার, ভীষণ তুমি ভালো।
আপন পর নেইকো তোমার,সবাইকে দাও আলো।
সূর্য কেমন তোমার বুকে ঊষার আলোয় জাগে,
পাখীরা সব গায় যে গান মধুর ভৈরবী রাগে।
মেঘেরা কেমন নিয়েছে ঠাঁই, নিশ্চিন্ত আশ্রয়।
তুমিতো কারও জানতে চাওনি নাম,গোত্র,পরিচয়।
বৃষ্টি মোটেই হিংসুটে নয়,তোমার সাথেই তার ভাব--
যখন খুশী পড়ছে ঝরে,কমছে তাপের প্রভাব।
শুক্লপক্ষে চাঁদের জোছনায় তোমার মোহিনী রূপ,
ভুলিয়ে দেয় তুমিই সেই -প্রখর রৌদ্র -ছায়া-ধূপ।
তোমার হৃদয়ের গভীরতা কেউ দেখতে পায়না,
কোনোকিছু দিয়েই মাপা যায়না তোমার নীল সীমানা।
গোলোক ধাঁধায় ঘুরছে মানুষ,কোথায় কার ঠিকানা -
সুখের হদিশ কোথায় পাবে, নেইকো কারও জানা।
বড়ো ইচ্ছে করে তোমার বুকে আমিও নেই ঠাঁই।
মুক্ত পাখী হয়ে তোমার মাঝে শুধুই ভেসে বেড়াই। 

-----------------------------------------------------------

No comments:

Post a Comment