কবির পিতা : - জয়নাল সেখ।
ঠিকানা :-
গ্রাম :- যবুনী
পোঃ:- ঘোষগ্রাম
থানা :- মল্লারপুর
জেলা :- বীরভূম
পশ্চিমবঙ্গ, ভারত
জন্ম তারিখ :- ০২/০১/১৯৭৩
শিক্ষাগত যোগ্যতা :- B. Sc(Bio science)
পেশা:- সরকারি কর্মচারী
(পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার)।
-----------------------------------------------------------------
মৃত্যুর পদধ্বনি
জাগো'ওহে দেশবাসী, মৃত্যুধ্বনির দুয়ারে কাঁদে ভগ্ন আশা,
নৈরাজ্যের পুষ্প'বনে ফোটে, অশ্রু পুষ্প যত, ব্যথিত হৃদয়ে।
দুর্ধর্ষ দানব জাগে নিশি প্রহরের ক্ষণে, নির্মম নির্দয়ে,
অস্তমিত ওই দূর গগনের সীমানায় প্রেম ভালবাসা।
তীব্র বারুদের গন্ধ গগন দাপায়, নষ্ট যে প্রাণের দিশা,
প্রাণের দোতারা সুর ভুলে যায় অহর্নিশ অসুরের ভয়ে।
অশুভ শক্তির সদা দাপাদাপি কোলাহল মানবতা ক্ষয়ে,
ভাঙন নদীর জলস্রোতে ভাসমান দুঃস্থের সুখের বাসা।
সাহস জাগাও বুকে সত্য ও ন্যায়ের অস্ত্র তুলে নাও হাতে,
জাগাতে যে হবে সকলের মাঝে মনুষ্যত্বের সুর ও বাণী।
চলতে যে হবে একতার পথে জাতি ধর্ম নির্বিশেষে সাথে,
পৌঁছাতে হবে স্বপ্নের দেশে মুছে ফেলে মনের দুঃখ ও গ্লানি।
দেশের মাটি পবিত্র ভূমি, কলুষিত করে যত দুরাচার,
এসো আজ সবে শপথের বাণি বুকে দেশ গড়ি পুনর্বার।
-----------------------------------------------------------------
কপালের লিখন
প্রাণ আজ মরুভূমি বুক জুড়ে খরা
হৃদয়ের চারিপাশ কাঁটাবনে ভরা।
নিঠুর বালুর ঝড় তেড়ে আসে পিছে
জীবনের সব মানে যেনো আজ মিছে।
নিরাশার বুক চিরে এক মুঠো জ্বালা
মনের গহীনে গাঁথা বিরহের মালা।
স্বপনের পাখিগুলো কালো মেঘে ভাসে
একা শুধু কেঁদে মরে কেহ নেই পাশে।
প্রণয়ের গীতি আজ বেহাগের সুরে
বুকের জমানো আশা ছাই হলো পুড়ে।
একটি মুখের ছবি ভোলা হলো দায়
যতো ভাবি ততো শুধু ব্যথা দিয়ে যায়।
ফাগুনের প্রাণে জ্বলে আগুনের শিখা
কে জানিতো এই ছিল কপালের লিখা।
পলাশের বনে রঙ ধুয়ে মুছে সাফ
কোকিলেরা সুর ভুলে ডালে দেয় ঝাঁপ।
খেলিছে নিঠুর বিধি এ কেমন খেলা
প্রেমের ভুবন রাজে পড়ে এলো বেলা।
সুখ চেয়ে দুঃখ পেয়ে গড়ে ওঠে প্রাণ
দূষিত বাতাসে বহে বেদনার ঘ্রাণ।
-----------------------------------------------------------
মনের শক্তি
মনের শক্তি অনেক বড়ো,দেহের শক্তি চেয়ে,
মনের শক্তি দিয়েই যাবে অনেক কিছু পেয়ে।
যেমন ধরো, শত্রুর সাথে,লড়তে পাচ্ছো ভয়,
মনটা আগে শক্ত করো,--- হবেই হবে জয়।
মনের শক্তি জাগিয়ে নাও, মাথা ঠান্ডা রেখে,
ধীরে সুস্থে এগিয়ে যাও, ভালো মন্দ দেখে।
তুমিও তখন পৌঁছে যাবে, প্রথম সারির হয়ে,
ভীরু মনের মানুষ যারা,- তারাই মরছে ভয়ে।
মনের জোরে পাহাড় ভেঙে, --চূর্ণ করা যায়,
আত্ম বিশ্বাস থাকলে তবে, - সফলতা পায়।
সবাই যখন প্রথম সারি, আমি কেনো পিছে,
এমন প্রশ্ন মনে রাখো, -- ভয় পেওনা মিছে।
মনের জোরে ভেবে চিন্তে, করো সকল কাজ,
মনটা যদি ছোটো করো, পড়বে মাথায় বাজ।
অমুকজনে যে কাজ পারে, আমি পারবো তাই,
এমন বিশ্বাস মনের মাঝে, জায়গা দেওয়া চাই।
ধূর্তবাজের দাবার চালে, --সরল মানুষ কাবু,
মন আমাদের ভীরু বলেই,মানছি ওদের বাবু।
পৃথিবীতে সকল কর্ম, ------মানুষ জনেই করে,
তুমি পারলে আমি পারবো, বলো মনের জোরে।
আর দেরি নয় মনের শক্তি এখন থেকেই শুরু,
সফল তুমি হবে যখন, --- আমায় মেনো গুরু।
---------------------------------------------------------------
No comments:
Post a Comment