আমার কবিতায় জীবনের বিভিন্ন উপলব্ধি , অনুভূতি , প্রেম ও প্রকৃতি বারে বারে ঘুরে ফিরে আসে। আমি ঈশ্বরের মালঞ্চের এক সামান্য মালিনী। ধন্যবাদ।
----------------------------------------------------------------
প্রতীক্ষা
অনেক যুগের শীত ঘুমে তে ছিলে,
যেদিন প্রথম ছুঁয়েছিলাম হাত,
হঠাৎ ছোঁয়ায় চমকে উঠেছিলে,
উষ্ণতার সে প্রথম ধারাপাত।
অনেক যুগের শীত ঘুমে তে ছিলে,
যেদিন প্রথম ছুঁয়েছিলাম মন,
কয়েক কোটি বরফ দিনের পরে
বসন্তের সে প্রথম শিহরণ !
আজকে রাতে করছে ভীষণ শীত,
বরফ যুগ কি আবার ফিরে এলো !
তোমার কাছে বারুদ যদি থাকে,
ইচ্ছা হলে একটু আগুন জ্বেলো !
----------------------------------------------------------------
অন্তরালে
একটি দুটি শিউলি কলি
বনের গোপন শাখে,
এখনো যে ফোটে, ঝরে,
কে সে খবর রাখে!
কেউ ডাকে নি, কেউ সাধে নি,
তবুও ওরা আসে,
ভালোবাসা বিলিয়ে দেবার
সুতীব্র উচ্ছাসে।
রাতের বেলা ফুটে ওঠা,
ভোর না হতে ই ঝরা,
ভুলে ভরা জীবন ফেলে
চলে যাবার তাড়া ।
মনের ভুলে? পথের ভুলে?
কিসের ভুলে এলো?
ক্ষণিক ভুলের ভালোবাসায়
কোন সে স্বর্গ পেলো?
গহন হৃদয় অন্তরালে
যে টুকু প্রেম থাকে,
সেই টুকু সে দিতে আসে,
কেউ জানে না, কাকে !
----------------------------------------------------------------
অসন্তুষ্টি
যদি আমার পাহাড় চূড়োয় ঘর হত,
বারান্দা তে স্বপ্নেরা নির্ঝর হত,
পথের বাঁকে হাজির হত মেঘের দল,
আকাশ থেকে ডাক দিত নীল, "বন্ধু, চল,"
পাইন রা সব দাঁড়িয়ে যেত বাড়িয়ে হাত,
উপত্যকায় সূর্য বলতো, "সুপ্রভাত!"
তখন কি আর লাগতো ভালো কল্পনা!
সবুজ নীলে সাদা মেঘের আল্পনা,
মনের মধ্যে দুঃখ নিরন্তর হত,
আহা, যদি সাগর পাড়ে ঘর হত!
---------------------------------------------------------------------
No comments:
Post a Comment