Wednesday, 29 July 2020

কবিতা : মিতা ঘোষ দস্তিদার



কবি পরিচিতি :  মিতা দত্ত ঘোষ দস্তিদার। 
জন্ম: ১৬ই সেপ্টেম্বর,১৯৬১।
নিবাস: হুগলী জেলার চন্দননগরে।

পেশা: শিক্ষকতা (উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে)
সাহিত্য জগতে প্রবেশ: হাতে খড়ি স্কুল,কলেজের ম্যাগাজিনে,কলেজের দেওয়াল পত্রিকায়।
তারপর অনুরোধে বিভিন্ন পত্র, পত্রিকায়। এখন লেখা শুধু মনের টানে।

-------------------------------------------------

সমীকরণটা সহজ নয়

জানি সমীকরণ টা সহজ নয়
তবুও উৎসুক অনুসন্ধিৎসায়
খুঁজে বেড়াই সমাধান।
যদিও সমীকরণটা সহজ নয় 
তবুও সুখ দুঃখের মশলা মেখে
রসায়নটা খুঁজতে থাকি
ক্ষারকীয় থেকে অম্লমান।
 সমীকরণটা সত্যিই সহজ নয়
তাই বুঁদ হয়ে মেতে থাকে মন
 কৃষ্ণ চুড়ার ফাগুন বনে
প্রখর তাপের দাবানল।
সমীকরণটা নয় তো সহজ
তাই রাতের চাঁদ আমায় ডাকে
হাসনুহানার গন্ধ মাখে বাতাস
পৌঁছে দেয় তেপান্তরের মাঠে
খুঁটিতে বাধা পক্ষীরাজে
টগবগিয়ে যাই ছুটে যাই
লাগাম হাতে রেখে।
উর্ধশ্বাসে পার হ ই গহীন বন
সাগর ডিঙাই, পাহাড় ডিঙাই
পাকদন্ডী পিছে রেখে।
বন্যা হয়ে যাই ভেসে যাই
প্রপাত রেখা সঙ্গে ধরি
একুল ওকুল দেখতে না পাই
মন ভাসানো এলো পাথারি।
নিসঙ্গ আকাশ সাক্ষি থাকে
খানিক আমায় সামলে রাখে 
ঈশান কোনে মেঘ জমে যায়
অঝর ধারায় বৃষ্টি নামে শেষে।

---------------------------------------------------

No comments:

Post a Comment