সৌম্যজিৎ মান্না Assistant lecturer at seacom skills university.Civil engineering department.
ওরফে কবিবাবু।
নিবাস: আমতা, হাওড়া।
শব্দ, ছন্দ এটাই জীবনের অক্সিজেন।
-----------------------------🏵🏵-----------------------
🏵🏵 শহর 🏵🏵
আমি লেগে থাকি কৃষকের কাদামাখা হালে,আমি রক্ত ঝরানো ঘাম শ্রমিকের কপালে...আমি বিদ্রোহ, আমি চিৎকার করা লাখো মজদুরের স্বপ্ন,আমি ক্ষুধার অরণ্যে ভুখা পেট ভরানো অন্ন...আমি মৃত ভবিষ্যৎ,হেরে যাওয়া বেকারের চোখেআমি মিথ্যা আশ্বাস ওই কলুষিত নেতাদের মুখে...আমি পতিতালয়ের অন্ধকার,মানুষ যেথায় পণ্যআমি কবিতার ছন্দ, গানের সুর - তোমাকে জেতানোর জন্য...আমি মুক্তি,আমি স্বাধীনতা,আমি লড়াই করার অহংকারআমি জীবন-যুদ্ধে শিকল-ভাঙা প্রতিটি নারীর অলংকার...আমি বিপ্লব,আমি স্লোগান,আমি রাজপথে রক্ত ঝরানো মিছিলআমি প্রেম,আমি ভালোবাসা,আমি প্রিয়তমার বুকের আঁচিল...আমি মানুষ,আমি অমানুষ,আমি বারুদের শিরদাঁড়াআমি মিথ্যের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধে সত্যবাদী সর্বহারা...আমি লাশেদের জমায়েতে, বেঁচে ফেরা নতুন এক প্রহরআমি কাঁটায় মোড়া লাল গোলাপ, তোমার প্রাণের শহর...
------------------------------🏵🏵------------------------
No comments:
Post a Comment