অবাণিজ্যিক পত্রিকা,ভয়েস, অঙ্কুর, কুসুম, মুক্তি ও বিভিন্ন ম্যাগাজিন প্রভৃতিতে নিয়মিত লিখে চলেছেন। তিনি মূলত গল্প লিখতে বেশি ভালোবাসেন ।তাঁর উল্লেখযোগ্য গল্প 'মণি', 'সেই মেয়েটি', 'বাল্য বিবাহ','আঠারো বছর', 'সৎ মা', 'শুচিবাই' প্রভৃতি।
----------------------------🏵🏵------------------------------
🏵🏵 সেই রাত 🏵🏵
রাত তখন একটা। যে সময়কে আমরা নিশুতি রাত বলে থাকি। কেমন ছম ছম লাগে শরীরের মধ্যে তাই না? হ্যাঁ, আমি সেই সময়ের কথাই বলছি। বাড়ির সবাই শুয়ে পড়েছে, ঘুমে বিভোর।তার ঠিক দুদিন আগে পাশের বাড়ির বৌদি গলায় দড়ি দিয়ে মারা গেছে। সেই বৌদি আমাকে খুব ভালোবাসতো।বৌদি চলে যাওয়াতে কষ্ট হয়েছিল। আমি তো ভীষণ ভীতু তাই যখনই রাতে বাইরে বেরোতাম মা, দিদিকেডাকতাম। আমাদের বাড়িটা ছিল রাস্তার ঠিক পাশে।চার পাশটা তখন ঘেরা ছিলনা। সেদিন আমি রাতে বাইরে বেড়োনোর জন্য উঠেছিলাম। মা বা দিদিকে ডাকা সত্ত্বেও সেদিন কেউ ওঠেনি। বাধ্য হয়ে নিজেই বেড়িয়েছি ভীষণ ভয়ে ভয়ে।রাম রাম করতে করতে উঠোনের ঠিক মাঝ খানে গিয়েছি।ঘুমে আমার চোখ আটকে আসছিল, যেতেও কষ্ট হচ্ছিল তবুও গেলাম। বাথরুম করে আসতেই মাঝ উঠোনে দেখি লম্বা কি একটা জিনিস!হাত বাড়িয়ে আমাকে ডাকছে পুন্নি পুন্নি করে। চার পাশটা কেমন যেন আগুনের মতো জ্বলছে,তা দেখে আমি চিৎকার করে উঠলাম। কিন্তু কেউ সাড়া দিলো না।মা বাবা কেউ আমার ডাক শুনলো না। আমার গা ঠান্ডা হতে লাগলো; আর ঐ জিনিসটা যেন আমার দিকে এগিয়ে আসছিল। আমি চিৎকার করে মাটিতে পড়ে যেতেই কেউ একজন আমাকে ধরলো, কি গো কি হয়েছে? ঘুম ভেঙে দেখি পাশে আমার স্বামী; বলছে চিৎকার করছিলে কেন কাকে ডাকছিলে ? আমি তখন হাঁফ ছেড়ে বাঁচলাম।--------------------------🏵🏵------------------------------
No comments:
Post a Comment