গল্প
------
পরিবারের গুরুত্ব অপরিসীম
শিবপুর গ্রামে অতি দরিদ্র একটি পরিবার বসবাস করতো । পরিবারের সদস্য বলতে ছিল মোট ৫ জন । ৩ মেয়ে ১ ছেলে ও তাদের মা । ৩ মেয়ে বড়ো ও ছেলে সবচেয়ে ছোট্ট । ছেলে হওয়ার কয়েক মাস পর তাদের বাবা গত হয় । এবার বাবা না থাকায় সংসারের সমস্ত দায়িত্ব তাদের মা নিজের কাঁধে নিয়ে সারাদিনে লোকের বাড়ি কাজ করে , ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দিতে । তিনি ছেলে মেয়েদেরকে একটি সরকারি স্কুলে ভর্তি করেন , শিক্ষিত করার জন্য ।
তিনি মূর্খ কিন্তু কখনই চাই নি তার ছেলে মেয়েরা মূর্খ হোক । এই ভাবেই চলে যাচ্ছিল তাদের জীবন । কিন্তু ভগবান তাদের কাছ থেকে তাদের মাকে ও কেড়ে নেয় । করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মা মারা যান । এখন সেই ছেলে মেয়ে গুলো পুরোপুরি ভাবে অনাথ হয়ে গেলো। তিন বোন পড়াশোনা ছেড়ে দিলো। তাদের মা যে কাজ গুলো করতো সেই কাজ গুলো তারা তিন বোনে মিলে ভাগ করে নেয় , আর সেই কাজ গুলো তারা করতে শুরু করে । তারা তিন বোন মিলে সপথ নেয় যে তারা ভাই কে পড়াশোনা করিয়ে শিক্ষিত করবে । তারা ভেবেছিল যে বড় হয়ে তাদের ভাই তাদের দুঃখ দূরদশা দূর করবে । নিজেরা কষ্ট পেলেও তাদের ভাইকে সুখে রাখার চেষ্টা করতে থাকে তারা । বাবা মায়ের অভাব কোনো রকমভাবে বুঝতে দেয়নি তারা ভাইকে। তাদের ভাইয়ের বয়স এখন ১০ বছর । সামনে রাখি পূর্ণিমা ভাইকে রাখি পরাবে বলে তারা তাদের কাজের টাকা দিয়ে রাখী ও ভাইয়ের জন্য নতুন জামা কেনে । দুই দিন আগে থেকেই চলছিল তাদের জোগাড় । রাখি পূর্ণিমার আগের দিন সকালে দিদিরা কাজে চলে গেলে ভাই নদীতে স্নান করতে যায় ।তখনই ঘটে একটি মর্মান্তিক দূরঘটনা । নদীতে স্নান করতে এসে ছেলেটি নদীর ধারে দাঁড়িয়ে ছিল এমন সময় নদীর ভাঙনের সাথে সেও জলের তলদেশে তলিয়ে যায়। তিন বোন খবর পেয়ে ছুটে আসে । তাদের সব সপ্ন যেন এক নিমেষে নদীর ভাঙনের মতো ভেঙে চুরমার হয়ে যায় । দুই দিন ধরে জলে ডুবুরি নেমে খোঁজ চালায়, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না । তিন বোন ভাইয়ের জন্য রাখীও জামা নিয়ে বসে থাকে তাদের ভাইয়ের অপেক্ষায়। কিন্তু তাদের ভাই আর ফেরে না।
Copyrights@ Kanika Roy
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
কনিকা রায়
কবি ও লেখিকা
তপন, দক্ষিন দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------
No comments:
Post a Comment