Tuesday, 4 August 2020

বিমল শংকর


কবিতা
--------

সভ্যতা

ন্যাংটো পৃথিবীর গায়ে লেগেছে সভ্যতার রং
অতীত থেকে বর্তমান পাতায় পর পাতা
সভ্যতার জামা পাল্টায় তারি শব্দ লেখা
ইঁদুর থেকে বাঘ রূপান্তর যেন জোকার সংসারের সং
আঁকিবুকি ছেড়ে আধুনিক শিক্ষার ঢাক পেটায়
কোট প্যান্ট সার্ট টাই সাহেবি কায়দায়
অরণ্য মেরে বণ্য লাক্জারী বসত সাজায়
আগুন জ্বালানো এখন আগুন লাগানো পর্যায়
জ্ঞান বিজ্ঞান সভ্যের ডানায় ভর করে উড়ে যায়
শিক্ষার মূর্খ বিবেক ক্ষমতার দর্পে বলিয়ান
বুক চিতিয়ে অহংকারে ছোটৈ ভাবে নিজে ভগবান
চ্যালেঞ্জ দাপিয়ে বেড়ায় আটকাবে মানব সভ্যতা
ছুঁড়ে ফেলে মানবিক সভ্য ভব্যতা
ধীরে ধীরে সময় হাত বাড়ায় ভবিষ্যৎ আকাশে
নিজের কবর খুঁড়ছে কানা ঘুষা বাতাসে।। 

---------------------------------------------------------------------

বিমল শংকর 
কবি ও লেখক
 ---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Voice Literary-Cultural Organization 
---------------------Voice---------------

No comments:

Post a Comment