Tuesday, 4 August 2020

মহুয়া কুন্ডু

গল্প
----

পরশ পাথর 

দু-চোখে স্বপ্ন ভাসে যখন 
নয়ন ভরে দেখে দু'নয়ন, 
জমাটি বেঁধে মেঘ ডাকে মন সারাক্ষণ। 

অজানা দেশের রাজপুত্র তুমি 
অধরা -তবুও মন ছুঁই আমি, 
আমি খন্ডে খন্ড ঝলকানি!বিদুৎ তুমি 

হোকনা সে অধরা
না হয় নই আমি অপ্সরা
মন বড়ো উতলা...!

কোন সে রতন 
না জানি আছে কোন মণিকাঞ্চন 
চাইনা তো কিছু আমি
অটুট বাঁধন ছিঁড়ে তবুও 
পাড়ি দিলাম শেষ যামিনী। 

অন্তরের হিয়া ছুঁইয়ে হিয়ার পরশে
স্পর্শ জাগে পরশ পাথরের পরশে।

পাল তুলেছে পরাণ মাঝি
প্রেমজলে ভাসিয়ে দিলাম আমাদের 
অমানিশার জোয়ার বালির নাও খানি।

Copyrights@ M Kundu 

------------------------------------------------------------


মহুয়া কুন্ডু 
কবি ও লেখিকা 
 
 ---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Voice Literary-Cultural Organization 
---------------------Voice---------------

No comments:

Post a Comment