Wednesday, 5 August 2020

কবিতা :সত্যজিৎ রায়

কবি পরিচিতিঃ সত্যজিৎ রায় , কবির পিতা স্বর্গীয় মহেন্দ্র নাথ রায়। আদি নিবাস : দেশ ভাগের আগে পূর্ব বঙ্গের , বরিশাল জেলার,
পিরোজ পুর মহাকুমার ,
নাজিরপুর থানার , সাচিয়া গ্রাম। 
দেশ ভাগের পড় নানা প্রতিকূলতার মধ্যে কাঁটিয়ে , ঘাত প্রতিঘাত সহে জীবনের উত্রাই চড়াই ফেলে এসে এখনও জীবন সংগ্রাম সমানে সমানে চলছে। কবির বর্তমান স্থায়ী ঠিকানা : হুগলী জেলার অন্তর্গত , গ্রাম : বাঁশাই ,ধর্মতলা ,পোস্ট; কানাই পুর, থানা; উত্তর পাড়া ।জেলা: হুগলী। কবির  শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বাংলা ও
কমার্শিয়াল আর্ট । লেখালেখির হাতেখড়ি ছোট বেলাথেকেই। কবিকে অভাবের তাড়নায় বার বার দিশেহারা হতে হয়েছে। নাটক , যাত্রা , কলকাতার যাত্রা পাড়ায় ছোট  ছোট রোলে কবি অভিনয় করেছেন। তিনি অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছেন । যেমন নাট্য ব্যাক্তিত্ব : নীলকন্ঠ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী , মেঘনাদ ভট্টাচার্য্য প্রমুখ। কবি বর্তমানে বিজ্ঞাপন সংস্থায় কর্মরত হয়েছেন।

-------------------------------------------------------------


No comments:

Post a Comment