Wednesday, 5 August 2020

সাহানা আফরোজ


গদ্য সংকলন
--------------

লেখিকা পরিচিতিঃ সাাাাাা আফরোজ বর্তমানে একজন গৃহবধূ। 
ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা,অনলাইন ফেসবুকে 'সাহিত্য দর্শন' ---এর মাধ্যমে প্রথম লেখা 'অচ্ছুৎ' বিশ্ব সাহিত্য ও কবিতা সম্ভার বইটিতে প্রকাশিত হয়,
দুই বাংলার মেল বন্ধন অটুট রাখতে কলকাতার প্রেসক্লাবে, CTVN PLUS channel-এ ও তারা বাংলার লাইভে কবিতা বিষয়ক অনুষ্ঠানে যোগদান.
দ্বিতীয় শারদ সংকলন 'বর্ধমান জাগরনী' ------ ও আন্তঃরাজ‍্য কবিতা সংকলনের 'হৃদ-সাগরে ঢেউ তোলা' বইটিতে প্রকাশিত হয়। 


তৃতীয় সংকলন 'নতুন কবিতার মেসবাড়ি' বার্তা প্রকাশন থেকে প্রকাশিত হয়, ২০১৯ - ফেব্রুয়ারির ৪ তারিখ আমার স্বরচিত কাব‍্যগ্রন্হ - 'প্রেমকে আমি পুড়তে দেখেছি' বইটি বার্তা প্রকাশনী থেকে প্রকাশিত হয়..
এছাড়াও অসংখ্য পত্রিকায় লেখালেখি তো আছেই.
বর্তমানে জুয়েলারি ব‍্যবসায় বিজ্ঞাপন --এর জন্য টি.ভি তে লাইভ প্রোগ্রাম করা হয়..!

------------------------------------------------------------------

★এস ফিরে হে দৃপ্ত বৈশাখ★


আরও একবার তোমার পথ চেয়ে অপেক্ষায়,
তুমি আসবে------
আমি জানি তুমি আসবে হৃদয়ে জমে থাকা সকল আঁধার কাটিয়ে,
পুরানো সব কিছু দূরে ঠেলে নতুন জীবনের নতুন আলো নিয়ে তুমি আসবে,
এসো বৈশাখ এসো,
অতীতের ভুলক্রুটি, বছরের যত সব আবর্জনা দূর করে দাও,
বাতাসে মিশে থাকা যত বিষ, মহামারী ছোবলের বিষাক্ততায় মৃত্যু মিছিলের এই রেষ,
এই দুঃসময়কে সামাল দিয়ে যাও,
তোমার অপেক্ষায় আজও দাঁড়িয়ে!
ছুঁয়ে দিয়ে যাও মনে প্রাণে আনন্দের পরশ,
দূর করো যতো গ্লানি,যত বিভেদ,যত সংশয়,ভয়,
বিদায় দাও দুঃখ দুর্দশা যতো,
এসো হে বৈশাখ আমার ঘরে.
এসো তুমি এসো, সার্থক করো মোদের এ জীবন,
সব কিছু উজ্জ্বল হোক, হোক যতো বাঁধা নিপাত,
নতুন সূর্য উঠুক, আসুক এক নতুন ভোর,
বৈশাখের এই পুর্ণ লগ্নে সব ঝড় থেমে যাক.
কাটুক আঁধার আলোর টানে, মেতে উঠুক মন-প্রান পাখিদের আনন্দ আর কলতানে,
শুভ হোক সবকিছু, মেতে উঠুক মন নতুন বর্ষে নতুনের আগমনে,
চলো শপথ করি,
পৃথিবী সেজে উঠুক আবারও নতুন করে,
এসো হে বৈশাখ তুমি আমার ঘরে.!। 


----------------------------------------------------------------

একান্ত অনুভূতি


যদিও আমি লিখতে ভালোবাসি, পড়তে কিন্তু আমার মন একেবারেই নাছোড়বান্দা, না তো না,
কি আশ্চর্য ব‍্যাপার ! তাই যদি হয় তাহলে এতো লেখা আসে কোথা থেকে.?
সেই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো....
পড়াতে নেই মন আমার, আর লেখা'কে করি আহ্বান..
আসলে ব‍্যাপারটা হলো, পড়ার মাঝপথেই আমি একটু বেশিই হাঁপিয়ে উঠি, সব যে পছন্দসই হবে তাও নয়....
তবুও লিখতে তো আমাকে হবেই, খাতা খুলে বসলেই কাঁচা কলম যে আবার আমার থেমে থাকতে চাই না, 'আহা কি মুশকিল !
খাতার পাতার মধ্যে ভেসে ওঠে সেই সব জ্বলজ্বলে অক্ষর, যারা নিজেদের মধ্যে সাজিয়ে নেয় এক একটা শব্দমালা, মাঝে মাঝেই খুব অবাক করা উপহার দেয় আমাকে, 
পাতায় পাতায় হাত বোলাই আর স্পর্শ পাই সেই সব চরিত্রের সুখ দুঃখের,
লুকানো নেশার মতো খুব পরিচিত এক গন্ধ..

আমি আনমনা, খামখেয়ালী কাজের ফাঁকে রান্না করতে করতে হলুদ মাখা হাতে খাতার পাতায় কলম ধরি...
বিশ্বাস করুন, কোনও কিছু লেখার তাগিদে নয়, শুধুমাত্র ইকির-বিকির কাটি তাদের সাথে প্রেমালাপের জন্য, তারা আমাকে বর্ণমালা উপহার দেয়,...
খুব ভালো লাগে তখন, যখন তারা বলে লিখতে থাকো কবি লিখতে থাকো, আমরা তো আছি তোমার এই ডায়েরীর পাতায়, তুমি যতদিন থাকবে, আমরাও জীবিত থাকবো,..
খুশিতে মন উড়ে যায় ঐ তেপান্তরের মাঠে,
শব্দরা এসে খেলা করে আঙ্গুলের নিপুণ ডগায়-ডগায়,
ছন্দগুলো ডানায় ভর করে উড়ে যায়,
তখনই,লেখার ভূত চেপে বসে সুরে, ছন্দে, কবিতায়.

হ‍্যাঁ, এ এক গল্প কথা আমার কাল্পনিক চরিত্রের,
বাস্তবে কিছু টা গা ঘেঁষা হলেও, এই কবিতার মধ্য দিয়েই কিন্তু আমি সব কিছু অর্জন করেছি এককালীন...
ছোটবেলার সেই লুকিয়ে লুকিয়ে কবিতা লেখার প্রবল ইচ্ছা থেকেই হয়তো কবি হওয়ার শিরোনামে আজ,...
সে যাই হোক, কবিতা, গদ‍্য - পদ‍্য যাই লিখি না কেনও, হতে হবে কিন্তু খাঁসা, না হলেই সম্পাদকমন্ডলীর ঐ খুঁতখুঁতে মন আর ডাগর -ডাগর চোখের চাউনি তে 'না' বলাটা, ওটা ঠিক পোশায় না আমার আবার, তাই ঐ যতটা পারি কুড়িয়ে নিতে শিখেছি আর কি, সস্তা হলেও বেশ খাঁটি কিন্তু..
করতালি পড়ুক আর না পড়ুক স‍্যালুট পাওয়ার যোগ্য রাখি,..
আসলে কোনো উদ্দেশ্য বা কবি হওয়ার জন্য তো লেখা শুরু করিনি—লেখার মাধ্যমে প্রথমত নিজের খুশি, আর ভালো থাকতে চাওয়াটাই প্রকাশ করতে চেয়েছি,..
লিখতে এসেছি, তাই লিখে যায় মন-প্রান উজাড় করে, কবি নামের আখ‍্যাটা তো আপনাদের মতো স্বনামধন্য ব‍্যাক্তিদের, তাই না.?
অবশ্য এটাই তো স্বাভাবিক,
আমার মতে,কবিতা লিখলেই কিন্তু কবি হওয়া যায় না, আমার মতো কিছু অ'কবি'দেরও জায়গা করে দিতে হয় এক অন্যরকম মধুময় শান্তির পরশ পেতে,.....
এবার আসি------,
ঝোপ বুঝে কোপ মারার স্বভাব অবশ্য আমার নয়, ভালো লাগলে আবার আসবো ফিরে, তবে বিখ্যাত হতে নয়, ভালোবাসা কুড়াতে 
ইতি
কবিতার সাথে,কবিতার স্বার্থে


--------------------------------------------------------------------

"গদ‍্য সংকলন" ('ভালোবাসা' ..সে এক মজার কাহিনী)

ভালোবেসে, ভালোবাসিলাম যারে,
সে আজ পাড়ি দিয়েছে সাত সমুদ্র তেরো নদী পাড়ে.
হায়রে আমার ভালোবাসা........
যদিও শব্দ'টাতে বিশ্বাস নেই, তবুও পরখ করে দেখবার স্বাদ মনে জন্মালেও, সেই ভাবে কোনও দিনও পরম তৃপ্ত লাভ হয়নি আর করিওনি...

আজ এটা তো, কাল সেটা---------
আজ নয়তো কাল, কোনও টাতেই কোনরকম স্বাদ পাওয়া যায় নি,
তার উপর দিনকাল যা পরেছে, কোনও কিছুতেই যেনও আজকাল মানা মানি নেই, সেই একঘেয়েমি বন-বাঁদারে, মাঠে ঘাটে, পার্কে -হোটেলে প্রেমালাপের আসর, মাতামাতি....
তারপরেই যে যার মতো-----
সময় হলে পাখি নিজেই ফুড়ুৎ..…

আবার কি ? হয়ে গেলো ভালোবাসার গুষ্টি পিন্ডি চটকানো, সে আর নিত‍্য নতুন রইলো কোথায়, সেই তো এক যুগ থেকে চলে আসছে প‍্যান‍প‍্যানানি গানের সুর--" আমি তোমাকে ভালোবাসি, তোমায় ছাড়া বাঁচবো না "----- বাঁচা মরা তো দূরের কথা, রক্ষা করার নামেও সব এক একটা কুলাঙ্গার..

মৌমাছির মতো একটা ফুলের মধু খেতে নাকি কখনোই পছন্দ করেনা এই যুগের বাচাল প্রেমিক-প্রেমিকারা, নতুন নতুন স্বাদে তাঁরা নাকি উড়ে বেড়াতে, ঘুরে বেড়াতেই বেশি সৌখিনতা অবলম্বন করতেই বেশ পটু.. সব-ই নাকি এই লেটেস্ট যুগের ফ‍্যাশান, . 

অবশ্য ধরে রেখে লাভ টাই বা কি.? কি আছে একটা ভালোবাসায়, সেই তো সব শেষে চোখের জলে ,নাকের জলে নাকানি চুবানি খেতে হয়,
কি দরকার এই ধরনের প্রেম ভালোবাসা কে নিজের হৃদয়ান্তরে জায়গা করে দেওয়ার.?

গভীর প্রেম ভালোবাসার মধ্যে একরকম দূর্বলতা আছে, যদি একবার ভালো লাগা শুরু হয়ে যায় মনের মধ্যে, তাহলে তো আর কোনও কথাই নেই, সব কিছুই যেনও আপনা আপনিই ভালো লাগতে থাকে,...
ভালোবাসার মানুষকে আষ্টেপৃষ্ঠে ভালোবাসায় বেঁধে রাখতে পারে যে, সেই হলো গিয়ে কি আসল প্রেমিক-প্রেমিকা, 
অবশ্য ভালোবাসা যে শুধু প্রেমিক -প্রেমিকার মধ্যেই যে সীমাবদ্ধ থাকবে তাও নয়, 
ভালোবেসে ভালোবাসা যাই শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসাকে বেঁধে যে রাখে..
তবে ভালোবাসা কখনও বলে - কয়ে আসে না, 
নিজের অজান্তেই ভালোবাসা কখন যে হয়ে যায় কেউ জানে না, ভাল লাগা এমন-ই এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে,
তাই জীবনকে ঘৃণা কোরোনা, আগে নিজেকে ভালোবাসতে শেখো, তারপর অপরকে ভালোবাসার চিন্তা...
দায়িত্বগুলো যদি ঠিক ঠাক পালন করতে পারা হয়, তবেই কিন্তু ভালোবাসাকে টিকিয়ে রাখা যায়...

ইতি 
হৃদয়ের ক্যানভাস থেকে 
সাহানা আফরোজ 

---------------------------------------------------------------

No comments:

Post a Comment