"দ্বিতীয়ার চাঁদের মতো"
--মানস চক্রবর্ত্তী
হলুদ জ্যোৎস্নার কাছে কৃতজ্ঞতা দাবী করে না চাঁদ
ব্যর্থ ভালোবাসা নয় জীবনের অপমান
শব্দের মতো অপচয় হয় না তো জীবন
বিষাদ , অবসাদ , বিষণ্ণতা
বহুদিন ম্লান করে কামিনী বিকাল
বহুদিন লোভগুলি উদাসীন
বহুদিন অশ্রুপাত শব্দহীন
তবুও বাতাবী ফুলের ঘ্রাণের মতো স্মৃতি
দ্বিতীয়ার চাঁদের মতো জেগে থাকে
একদিন পূর্ণ অবয়ব হবে |
copyrights@ Manas Chakraborty
---------------------------------------------------------------------
শ্রী মানস চক্রবর্ত্তী
কবি -লেখক
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
No comments:
Post a Comment