মানুষের জীবনে কত বেলা থাকে, বেলা এবং অবেলা
কৈশোর-বেলা, বৃদ্ধ-বেলা এবং থাকে ছোটবেলা
ছেলেদের যদি ছেলেবেলা থাকে, মেয়েদেরও থাকে মেয়েবেলা
এই বেলাটাই সবচেয়ে প্রিয়, স্নেহ ভালোবাসা দেয় দোলা।
ছোট্ট মেয়েটি উঠোনের ধারে কত কি যে নিয়ে খেলা করে
মায়ের আদর, বাবার স্নেহ শিশিরের মতো ঝরে পড়ে
তারপরে খুকু ইস্কুলে যায়, দেখে নতুন পাঠশালা
সখীদের সাথে খুনসুটি আর উচ্ছ্বলতায় প্রাণখোলা।
মেয়েবেলাকার পুতুল খেলা, বৌ বৌ সাজ মন কাড়ে
বড় হয়ে তারও সংসার হবে সুপ্ত বাসনা মনে বাড়ে
চু-কিৎ-কিৎ, কানামাছি আর গাঁয়ের পুকুরে স্নান করা
নাচ-গান শেখা, সরস্বতী পূজো, আরও কত কি যে প্রাণভরা।
সেই নিশ্চুপ শান্ত দুপুরে আঁচার চুরির ছক কষা
লাল ফিতে দিয়ে চুল বাঁধা আর পড়ার টেবিলে চক ঘষা
ছোট্ট-বেলার সেই সুখ-স্মৃতি ফিরে ফিরে আসে, চোখে ভাসে
বড়-বেলাতেও মন শুধু চায় ছোটবেলা যদি ফিরে আসে।
দোল-উৎসব, গাজনের মেলা, কতরকমের সুখস্মৃতি
স্মৃতির সাগরে ডুব দিয়ে খুঁজি ছোট্ট-বেলার সেই রীতি
যত দিন যায়, হারায়ে খুঁজি ছোট-বয়সের ফাজলামি
আর কি কখনো পাবো সে জীবন যতই খুঁজি এই আমি?
Copyright@ Nitakabi
--------------------------------------------------------------
শ্রীমতি নীতা কবি
কবি -লেখিকা
বর্ধমান,।পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
No comments:
Post a Comment