শান্তি
--প্রশান্ত মাইতি
কাঁটাতারের তীক্ষ্মফলায় প্রদীপের শেষ
সলতের মতো বেঁচে থাকে জীবন
জমাট বাঁধা মৌচাকের বাসার মত
মৃত্যুও লেগে রয়েছে আন্ঠা হয়ে
#
অভিমানে দাঁড়িয়ে থাক তুমি ওপারে
এপারে প্রেম তোমার আসার প্রহর
গোনে বৃষ্টির ফোঁটায় ভিজে
#
চালাকি যতই করি মৃত্যুর সাথে
তবুও সে খুঁজে নেয় ভিড়ে
#
জীবন খোঁজে শান্তি মৃত্যুভুলে ।।
Copyrights P Maity
-----------------------------------------------------------
শ্রী প্রশান্ত মাইতি
কবি-লেখক
কাকদ্বীপ, দঃ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ভারতবর্ষ
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
No comments:
Post a Comment