Sunday, 3 May 2020

কবিতা

বিলাসের পরিণতি
   --চন্দন চক্রবর্তী

লোট লুটে নে , ইচ্ছে মত , নেই মানা !
জগৎটাতো তোর একারই মালিকানা ? 
ছাল ছাড়িয়ে বের করে নে মাংসগুলো
হাড়গুলোতে আছে যত মজ্জাগুলো !

ছালটা দিয়ে ডুগডুগিটা বানিয়ে নিয়ে
প্রচার চালা বাতাস ভরে,মাইক লাগিয়ে । 
কলজেটাতে নে বানিয়ে নবাব খানা 
বাদ বাকিতে যা মনে চায় তাই বানা ।

দেখবি কেমন লেজ নাড়াবে কুকুরগুলো
ছুড়িস যদি বেহিসেবী খাবারগুলো
হাড়গুলোকে দিবি ছুড়ে ওদের মুখে,
ঘেউ ঘেউটা বন্ধ হবেই,থাকবি সুখে ।

বাদবাকি সব যত আছে গরু ভেড়া, 
ওদের ঘামেই হবেরে তোর প্রাসাদ গড়া ।
সেই প্রাসাদের শীষ মহলে নুপুর পায়ে 
বাইজি নাচুক ঝারবাতিটা উঠুক জ্বলে ।
 
লক্ষজনের অনাহারের জল ছবিতে
দে মাড়িয়ে দু পায়ের ওই নাগড়াটাতে ।
অনাহারের হাহাকারটা আসলে ধেয়ে
দুহাত দিয়ে কানটা ঢেকে উঠবি হেসে ।

জীবন শেষে বিঁধির বিধান ফলবে যবে
তোর জীবনের প্রদীপটাতে তেল ফুরবে  
তোর বিলাসী কাপড়খানা রাখবি খুলে 
উঠবি না হয় ন্যাংটো দেহে চিতায় ঠেলে !

copyrights@ Chandan Chakraborty 
--------------------------------------------------------------

শ্রী চন্দন চক্রবর্তী 
কবি -লেখক
 নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ   
---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

No comments:

Post a Comment