"মা"
--ক্ষমা কংসবনিক
জননী তুমি জন্মদাত্রী
গর্ভধারিনী মা।
সৃষ্টি তুমি পালন হারিনি,
তুমি অতুলনীয়া।
মমতার আঁচলে বাঁধা,
তুমি প্রণয়নী।
বক্ষ তোমার মায়াবিনি
শ্রেষ্ঠ তুমিও জগৎজননী|
রক্তক্ষরণ, যন্ত্রণা সহন,
এসবই তোমার মায়ার ফলন|
আদি শক্তি সৃষ্টি রূপিণী,
তবুও শান্ত তোমার বুকের দহন।
সমাজ সৃষ্ট ভয়াবহদৃশ্য,
আজও কলুষিত তুমি মা|
স্থির বুদ্ধি তিতিক্ষা রমণী,
অপার সর্বত্র তোমার ছায়া।
copyrights@ Kshama Kangsabanik
শ্রীমতি ক্ষমা কংসবনিক
কবি -লেখিকা
উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
No comments:
Post a Comment