Sunday, 3 May 2020

নিশি কথা --প্রিয়তমা ঘোষ

"নিশি কথা"
        --প্রিয়তমা ঘোষ 

হয়ত এবার লোকের পরে থাকা সে অবশিষ্ট ঘুমটা ,
হালকা হাতে দরজায় করা নাড়ছে .
মাথাভাঙ্গা কার্মাটার রেল স্টেশনের  শেষ ট্রেন এর ভেঁপু টাও ;
হালকা বাতাসে মিশিয়ে যাচ্ছে ......

যশোর রোডের ওপর দিয়ে চলে যাওয়া ট্রাক গুলোও ,
চিল , শকুনের চিৎকার টাকে অতিক্রম করছে .
আর অসম্পূর্ণ সে গল্প গুলো ! 
নিজের স্বপ্নকে পূরণ করার তাড়নায় ;
না জানি চোখের কোণে কত শব্দ লিখছে ......

Copyrights Priyatama Ghosh 
----------------------------------------------
প্রিয়তমা ঘোষ 
কবি-লেখিকা 
 উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ,  ভারতবর্ষ   
----------------------------------------------------------------

     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

 Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

1 comment: