Sunday, 5 April 2020

কবিতা - তুমি ছাড়া

"তুমি ছাড়া"
      --নূপুর আঢ‍্য


তুমি - আমার পান্তাভাতের সুমিষ্ট লবণ,
তুমি - আহারের পর তৃপ্ত ঢেকুর।
তুমি - শীতের সকালে একমুঠো রোদ্দুর
তুমি - তপ্ত দুপুরে একপশলা বৃষ্টি,
তুমি - হৃদয় জানালায় দখিনা হাওয়া।
তুমি - আঁধারের মাঝে জোনাকির আলো,
তুমি - জীবন সমুদ্রের সুদক্ষ নাবিক।
তুমি - মরুভূমির বুকে ঠাণ্ডা পানি,
তুমি - দূরের আকাশের রঙিন রামধনু,
তুমি - রাতের আকাশে উজ্জ্বল ধ্রুবতারা।
তুমি - উদাস মনের রাখালিয়া বাঁশি,
তুমি - সরোবরে বিকশিত শুভ্র শতদল,
তুমি - ছাড়া আমি জল হীন মত্স‍্য।
তোমায় ছাড়া আমি সদাই অসম্পূর্ণ,
নেই আমার একটুকুও আমার আমিত্ব।

copyrights@ N Adhya
------------------------------------
শ্রী নুপুর আঢ্য 
কবি ও লেখক 
পশ্চিম মেদিনিপু,  পশ্চিমব,  ভারতবর্ষ   
------------------------------------


     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
 

No comments:

Post a Comment