Sunday, 5 April 2020

কবিতা - ভালোবাসি

"ভালোবাসি" 
--দেবযানী ঘোষাল 

কত মিষ্টি সুন্দর একটা শব্দ ....
কত রকম ভাবে ব্যবহৃত ঐ নিদারুন চার অক্ষরের শব্দটা ....
কত নির্ভেজাল , অকপট , শৃঙ্খলায় বুনন....
অথচ অনুভূতীর কত ফারাক ....
একে অপরের কাছে আদান প্রদানের মুহুর্তে .....
কেউ বিশেষ কাউকে  বলতে গিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় l প্রতিদান যদি অনুকূলে থাকে , সে তো স্বর্গ প্রাপ্তির সমান ....
আবার কেউ সহজেই এক আকাশ সম গভীরতা নিয়ে বারেবারে বলতে পারে , ভালোবাসি ....
পার্থিব অপার্থিব সব কিছুই প্রাণবন্ত হয় ঐ একটা মাত্র শব্দের অনুপ্রেরনায় !
কিন্তু শব্দটা নিছকই যদি কথার কথা হয় ? পরিণাম কত ভয়ঙ্কর রূপ নেয় , তা ইতিহাস জানে l 
কখনো পজেটিভ .....
কখনো বা নেগেটিভ .....
তবু এই অদ্ভুত কাঙাল শব্দটার জন্য জীবকূলের প্রতি নিয়ত বেঁচে থাকার অকৃত্রিম সংগ্রাম .....
এতটুকু অনিহা ভাসিয়ে দেয় চোখ .....
ঘুরে যায় জীবনের মোড়....
এতটুকু আবেগী সমর্থন প্লাবিত হয় শূন্য মরু 
মন l
অথচ স্বার্থপর এই শব্দটাই আবার শুকিয়ে দেয় অযাছিত বিশ্বাসী তীর তীর তীর করে বহমান নদীটাকে , অনবরত ঝরে পরা ঝরনাটাকে , 
ঘন বনানীকে করে তোলে ফাঁকা জমি .....
ভালোবাসার স্বার্থে ....
তবু এই কাঙাল শব্দটার নিস্তার নেই ....
আকাঙ্খার মরুদ্দানে কলঙ্ক সহনীয় প্রগাঢ় বৈচিত্রে সুন্দর.....
" ভালোবাসি "

copyrights@ D Ghoshal 
 -----------------------------------
শ্রীমতি দেবযানী ঘোষাল 
কবি ও লেখিকা 
------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

No comments:

Post a Comment