Sunday, 5 April 2020

কবিতা

"সত্যের ব্যঙ্গচিত্র" 
--প্রসেনজিৎ মাইতি
"""""""""""""""""""""""""""""
আমি আসছি জীর্ণ সমাজ থেকে
যেখানে সত্য ম‍ানুষের বিবেক ভাঙে।

আমার মধ্যেই তৈরি করি নতুন পরিকল্পনা।

আমার প্রয়োজন স্বপ্ন ত্যাগি বিবেক চেতনা 
তা আমার অবলম্বনের জন্য।

নিশ্চয় আমার আলো আর আমার অন্ধত্ব,
কাটছে মায়াহীন সমাজ কে।
আর আমার দুঃখিত প্রয়াস
মিথ্যায় আবৃত প্রকাশ্য সমাজ কে।
যা কোনো মতবাদ থেকে পালানোর।

তাই,আমি ফিরি একটা সুন্দর সমাজের খোঁজে,
বহু পরিচিত সেই মিথ্যের উষ্ণতা ,
সেই সমাজ যা আমার দৃষ্টিকে করেছে ভঙ্গুর 
বিবর্ন গোলাপী চেতনা দিয়ে।

আমি পালিয়েছি প্রচলিত ভ্রান্ত ধারণা থেকে,
ত্যাগ করেছি তাদের সুযোগ আর তাদের স্বপ্ন 
আর হঠাৎই নিজের অববয় দেখি দূষণ মুক্ত সমাজ
ভীষণ ভাবে বিকৃত। 

copyrights P Maity
 -----------------------------------

শ্রী প্রসেনজিৎ মাইতি 
কবি ও লেখক 
ভগবানপুর, পূর্ব মেদিনিপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 
------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------


2 comments: