Tuesday, 7 April 2020

কবিতা - আমি লিখি

"আমি লিখি" 
        --বিজয় সরকার 

আমি লিখি বিশ্ব মানবের কথা 
জীবের কল্যাণে যারা জাগ্রত প্রহরা।
আমি।লিখি দীন-দুঃখী মানুষের কথা
কালের গতিতে অবহেলায় আজও যারা। 
আমি লিখি ধনীদের কথা 
মুক্ত হস্তে যারা দান করে সদা।  
আমি লিখি বাংলার বাঙালির কথা 
বিশ্ব আঙিনায় শ্রেষ্ঠ যারা। 
আমি লিখি চিকিৎসক-সেবিকার কথা 
দিবারাত্রি করে যারা মানবের সেবা।
আমি লিখি শহীদের বীরত্বের কথা
জীবন দিয়ে করে যারা দেশ রক্ষা।  
আমি লিখি অন্ধ পথিকের কথা 
আধার চোখে দেখে যারা আলোর দিশা।
আমি।লিখি তমসা রজনীর কথা 
পূর্ণিমার জ্যোৎস্না ঘোচাবে সে মলিনতা। 
আমি।লিখি শিক্ষক-শিক্ষিকার কথা 
যুব সমাজ গঠনে কান্ডারী যারা।  
আমি লিখি কবি-লেখকের কথা 
সত্যের পথে কলম ধরে যারা। 
আমি লিখি সভ্যতার উথ্যান-পতনের কথা 
একদিন ইতিহাস হবে তা পড়বে পাঠক যারা। 

copyrights@ Bijoy Sarkar 
Date: 07-04-2020
Raiganj, Uttar Dinajpur, West Bengal, India 
 ----------------------------------

------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

No comments:

Post a Comment