Sunday, 5 April 2020

এই বেশ ভালো আছি

"এই বেশ ভালো আছি"
    --সায়ন্তিকা ঘোষাল 

রক্তের কোষগুলো হঠাৎ করে জ্যান্ত হয়ে উঠেছে , বেশ নিজেকে বিপ্লবী - বিপ্লবী মনে হচ্ছে । এ সি চালিয়ে , গ্রীন টি খেতে খেতে পরকীয়া করছি ! সময় তো অঢেল ! স্নায়ুকোষটা ফেটে পড়ছে , আঙুলের ফাঁকের  বিষাক্ত মলিকিউল মিশে যাচ্ছে আমার শরীরের প্রত্যেকটা ইন্দ্রিয়তে ....তবুও মনে হয় আমি বেঁচে আছি ! 
আজকাল  বেঁচে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ছি ! কিন্তু কেন বেঁচে আছি ? ফ্যাকাসে জীবনে তো সব রঙই লাল! প্রেমিকের ঠোঁট থেকে খসে পড়া নক্ষত্র দিয়ে নিজের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছি ! বৃহন্নলা আমি ! পাশবিক অত্যাচারগুলো আজকাল আরাম দেয় ! বিপ্লবী করা পুরুষের কখনো আমি প্রেমিকা , কখনো গৃহিণী , কখনো শুধুই কাম্য আগুন ! 
তবুও বেঁচে আছি আমি ! আমাদের মতন নারীর তো বেঁচে থাকারই কথা ! দ্রৌপদী , সীতা , মীরা বাঈ , কাদম্বরী , নীরা কিম্বা হালফিলের আধুনিকা আ-মি বা আ-ম-রা ! উপত্যকার রুক্ষ নগ্নতা ছিনিয়ে নেয় আমাদের বস্ত্র , উর্বর জমির মালিকানা নিয়ে বচসা চলে ! তবুও আমি বৃষ্টি ভালোবাসি ! 
সোনাগাছি হোক কিম্বা সাউথ-সিটির বেডরুম --পুরুষ তুমিই মালিক ! জমির ওপর দিয়ে লাঙল চালাও , ধান ফলুক , নবান্ন উৎসব হোক ! আমিও সেদিন না হয় নতুন শাড়ী পড়ে পায়েস রাঁধবো ! 
মাঝেমাঝে মনে হয় বিপ্লব করবো ! স্লোগান লিখবো আমার নগ্ন শরীরে ! 
তখনই জানলার ফাঁক দিয়ে উঁকি দেয় চাঁদ ---
মনে হয় বেশ আছি আমি ! 
হঠাৎ করেই একটা দমকা হাওয়া --গুমোট ঘরটাকে আরো বেশী করে নিঃসঙ্গ মনে হয় ! টেবিলের মোমবাতিটা নিভে যাবে হয়তো এবারে .....
ক্ষয়ে যাচ্ছে আশেপাশের সমস্ত আলোই ! 
একটা অস্বস্তি হচ্ছে শরীরে ! 
পুরুষ চাই আমারও --- তাহলে কিসের বিপ্লব ? 

ঘরে-বাইরের শেষ পৃষ্ঠার ওপরে চাপা দিয়ে রাখা মুঠোফোনে জ্বলে সবুজ আলো --ওপার থেকে ভেসে আসে আমার প্রেমিকের কণ্ঠ ........! 
তখন একবার জোরে নিঃশ্বাস নিয়ে মনে মনে বলি ---"এই বেশ ভালো আছি !"

copyrights S Ghoshal 
--------------------------------------------------
শ্রীমতি সায়ন্তিকা ঘোষাল 
কবি ও লেখিকা 
হুগলি ,  পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে  
--------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
 

No comments:

Post a Comment