Sunday, 5 April 2020

কবিতা - আমি সেই নারী

"আমি সেই নারী" 
       --বৃষ্টি কংসবনিক 

আমি সেই নারী.. 
যাকে ভ্রূণাবস্থাতে আজও হত্যা করা হয় |
আমিই সেই নারী.. 
যাকে আজও জন্মাবার পর আবর্জনায় ছুড়ে ফেলা হয় |
আমি সেই নারী.. 
যাকে আজও রাতের আঁধারে চিল-শকুনের শিকার হয়ে আগুনে পুড়তে হয় |
 আমিই সেই নারী.. 
যাকে আজও যৌতুক যাতনায় লাঞ্চিত হয়ে মরতে হয় |
হ্যাঁ আমিই সেই নারী.. 
যাকে সৃষ্টির শক্তি ধারণ করি হয়েও ঋতুকালে অশুচি হতে হয় |
হ্যাঁ আমি, আমিই সেই নারী.. 
যাকে নিয়ে আধুনিক সমাজে আজ নারী-পুরুষ সমন অধিকারের ধ্বনি তোলা হয় |
কিন্ত সেই আমি... 
এই একবিংশ শতাব্দীতেও পরাধীনতার গ্লানি  নিয়েই যার ক্ষয়|
আগেও সেই আমার... 
পুড়তে হতো সতীদাহের জ্বলন্ত চিতায়।  
আজও এই আমায়... 
জ্বলতে হয় নানা উছিলায়, 
হৃদয় দগ্ধ যন্ত্রনায় ||

copyrights@ B Kangsabanik 
 -----------------------------------
শ্রীমতি বৃষ্টি কংসবনিক 
কবি ও লেখিকা 
দত্ত পুকুর, উত্তর ২৪ পরগনা , পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 
------------------------------------

     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

No comments:

Post a Comment