তোমার ওষ্ঠ অধরের উৎসবে আমার রাত নেমে এলেই, জন্ম নেয় কবিতার শতদল।
কি নরম মায়াবী দুঃখ মাখা সে অক্ষর সাধনা!
কান্নার এতো এতো আনন্দ-অনিন্দ্য- যাপন তখনই অনুভব করি।
সে অধর চুম্বনের এতো রঙ এতো আলাপন আগে কখনো বুঝি নি!!
সৃষ্টির গোলাপ-ভালোবাসা প্রতি রাতের কবিতার ডায়েরি পাতায় আমি এঁটে রাখি।
সৃজনের নীল আকাশ অভিমান এঁটে রাখি পাতায় পাতায়।
কখনো বিহাণ বেলার আলতো রোদ-রঙ সৃজনে আসে,
তাকেও মেখে রাখি,যেখানে আমার কবিতার গোলাপী ঘর।
আর সেই, হৈমন্তী মেঘে অনাহুত বর্ষার অকস্মাৎ আগমন
সেও এক কবিতার রঙিন রঙ, তাকেও যত্নে বুলিয়ে রেখেছি তোমার পরশ মাখা কবিতায়।
নষ্ট হতে দিও না,
সেদিন
যেদিন
আর ওষ্ঠ অধরে উৎসবের আয়োজন থাকবে না।
সেদিন
প্রতিটি কবিতার আখরে তোমার আঙুল নেমে আসুক।
সেদিন
প্রতিটি কবিতায় কান পেতে শোনো,
তারা সমস্বরে বলবেই,
কবিতা কখনও শরীরের পাপ মাখে না
কবিতার ওষ্ঠ অধর চাঁদের কলঙ্কের মতো শাশ্বত
সুন্দর।
এবার, আজ, আরও একবার, ওষ্ঠ অধর রাখো
আমার তুমিতে
দেখো,কবিতার বুকে জন্ম নিয়েছে,
কবিতার কবিতা...
অধ্যাপক মানস মাইতি
কবি-লেখক ও সঙ্গীতসাধক
----------------------------------------------------------
No comments:
Post a Comment