পিতা জানকী নাথ বসু, রত্নাগর্ভা মাতা প্রভাবতী
তাঁদের পুত্র রূপে এসছিলে তুমি চির ভাস্বর বঙ্গদ্যূতি।
হে ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান তোমায় প্রণমী,
জনমিয়া দেখিয়াছিলে ক্ষুব্ধ স্বদেশ ভূমি।
দেশমাতৃকা শৃঙ্খলাবদ্ধ, শ্বাসনালি তার অবরুদ্ধ বিদেশিদের অত্যাচারে,
মাতৃভূমি র জন্য কাঁদিলো তব প্রাণ বাল্য বয়সে ই করিলে পণ' মায়ের শৃঙ্খল মুক্ত করিবারে।
ভারত মায়ের শান্ত সুবোধ সন্তানেরা মরছে অনাহারে বিদেশিদের তৈরি দুর্ভিক্ষে--
ধানের পরিবর্তে করিয়েছে তারা নীল চাষ, কৃষক পরিবার থাকে অনাহারে তাকিয়ে অন্তরীক্ষে।
বিদেশিদের অপশাসন, দেশি বণিক রা ও করে স্বার্থ অন্বেষণ, করে বিদেশিদের তাঁবেদারী,
দেখে দেশের এই গতি, ভাঙ্গিতে বিদেশি রীতি, বিবেকানন্দ র বাণী স্মরণ করি।
করিলে উদাত্ত আহ্বান, ওঠো জাগো হে ভারতবাসী,
তোমাদের এই অবচেতনে লুটতরাজ করেছে বিদেশি।
বিদেশি উৎখাতে করেছ সশস্ত্র বিপ্লব, আজাদ হিন্দ ফৌজ নিয়ে করিলে বিদেশিদের আক্রমণ,
ভারতের কিছু ঘাতকের জন্য তোমার অন্তর্ধান, করিতে পারিলেনা বিদেশিদের নিষ্ক্রমণ।
তাদের বংশধরেরা এখনও দাপিয়ে বেড়ায় ভারতে,
ভারত মাতা কে করছে কলুষিত সত্য ঢাকে অসতে।
অনেক ই বলি নেতাজী তুমি ফিরে এসো তোমাকে বড়ো দরকার,
এ যে অসম্ভব! অলীক কল্পনা র কথা ই বলি বারবার।
তোমাকেই চাই' তোমার আদর্শ কে নয়?
গ্রহিলে তোমার আদর্শ মিলিতো স্রষ্টা র বরাভয়।
লিপিবদ্ধ রয়েছে তোমার বাণী, সম্মুখে তব দেখানো পথ,
তোমারি আদর্শে গড়ি না নিজেকে চালাই না সে পথে নিজ মনোরথ।
মোরে ক্ষমা করো হে নেতাজী ক্ষমা করো এই অধমেরে,
জনমিয়া তোমার দেশে গ্রহিতে পারিনি আজ ও তোমারে।
**************************
No comments:
Post a Comment