বাংলামায়ের দামাল ছেলেদের মধ্যে শ্রেষ্ঠ যিনি ক্রীতদাসের আব্রু ভূষিত ,কলঙ্কিত অধ্যায়ের মহানায়ক ।
বাঙালীকে ভয় করেনা এমন দৃষ্টান্ত ইতিহাসের মোড়কে স্বর্ণাক্ষরের ছড়াছড়ি ।
ভারতের ইতিবৃত্তে বাংলার বিপ্লবী অধ্যায় ,বিষ বাঁও জলে ।
ভাষার ষড়যন্ত্রের নাটকের জালে উপেক্ষিত রয়েলবেঙ্গলটাইগার ।
স্বার্থান্বেষী চক্রধারীর গোলক ধাঁধায় ধর্ষিত, শৃঙ্খলে আবদ্ধ মায়াকান্নার বিপ্লব ফাঁসির মঞ্চে ঠেলে দিয়ে , গণতন্ত্রের নামাবলী গায়ে সেকুলার ব্রাণ্ডের আতর ছড়ায় ।
বুদ্ধিমত্তা শোষে হাফ সেঞ্চুরির নেফো, বোকা সেজে টুপি বিক্রির ভয়ে আবোল তাবোল পড়ে ।
আর স্বাধীনতা সংগ্রামের পা চেটে সময়ের অপেক্ষা করে বাক্যবাগীশ ।তারাই বিভূতি গায়ে মেখে মেড ইন জাপানের
তুলোধোনাতে পঞ্চমুখ ।
..........................................
No comments:
Post a Comment