Sunday, 23 January 2022

অনাদৃত বীর- গাথা -- আশুতোষ শী


হে বীর বঙ্গসন্তান !
হে নেতাজী সুভাষ চন্দ্র—
যেন পরাধীন ভারত গগন ললাটে 
ভাস্বর অগ্নিটিকা সম
উদিত পাবন-চন্দ্র ।
স্বাধীনতাকামী ভারত যবে
নায়ক হীন ,আশাভগ্ন ,
উতরোল ভারতবাসী যবে ঘোর সংগ্রামে মগ্ন,
তুমি আবির্ভূত কটকনগরে- স্বনামধন্য পিতা জানকী নাথের ঘরে ।
আপামর ভারতবাসীরে পরাধীনতার শৃঙ্খল মুক্তির মানসে
আপনার সুখের জীবন করিয়া উৎসর্গ ,যাত্রা করিলে এক মহৎ উদ্দেশে
সে কোন্ নিরুদ্দেশে।
অতঃপর মনিপুর কোহিমায় উড্ডীন হলো
স্বাধীন ভারতের ত্রিরঞ্জিত পতাকা,
স্বাধীনতা সংগ্রামের বিজয় সূচনার
সর্বপ্রথম চিহ্ন রহিল আঁকা ।
১৯৪৫সাল , ভারতের স্বাধীনতার প্রাক্কাল, 
১৮ই আগষ্ট, তাইহোকু বিমানক্ষেত্র,
কোন এক অজ্ঞাত কারণে
বিমান ধ্বংসের অছিলায় গেলে তুমি অন্তর্ধানে,
স্বার্থান্বেষীজন সদর্পে ঘোষে তবে মরণ সন্দেশ ।
কিন্তু,আজও হলোনা রহস্য উদ্ঘাটিত-
সেটা কি মৃত্যু ? না নিরুদ্দেশ !
যারা দায়িত্ব মুক্ত হতে চায় সানন্দ ঘোষনায়
তব সন্দিগ্ধ মৃত্যুকাহিনী,
তারা কি ভুলেছে তব নিস্বার্থ অবদান ,I.N.A বাহিনী ?
স্বাধীনতার সুমিষ্ট ফল যারা ভক্ষে আজি সুখে,
তারা কি পারেনা অনুসন্ধিৎসু-চোখে তাকাতে সম্মুখে ?
তোমার সেই ঐতিহাসিক আহ্বান—
'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব'—
আজকের এই বিষাক্ত পরিবেশে
অমূল্য সে বারতা প্রতিধ্বনিত হয়ে ফিরে 
ভারতের আকাশে-বাতাসে,
নিঃশ্বাসে- প্রশ্বাসে ।
তোমার আত্মত্যাগের বাণী ,
যশোলিপ্সা বিহীন অনাদৃত জীবন কাহিনী ,
বর্তমান ভারতীয় মোরা কৃতঘ্ন, অর্বাচীন,স্বার্থপর,তমশামগ্ন,
তবু স্মরি মোরা প্রতিক্ষণে
তোমার শুভ জন্মদিনে-
তোমারে ভুলিনাই, 
ভুলিবোনা কভু ,জীবনে মরনে ।

No comments:

Post a Comment