হংস বাহনে চড়ে,
জ্ঞান সাগরের পথটি ধরে;
এসেছে মা সরস্বতী,
ছাত্রে দিতে জ্ঞানের গতি।
সাথে নিয়ে এসেছে এক,
বিদ্যাবুদ্ধির বোঝাই তরী;
গান বাজনা সুর লহরীর,
যন্ত্রে বোঝাই সারি সারি।
নিবি যদি শিক্ষা নবীশ,
আয় ছুটে জ্ঞান সাগর পাড়ে;
অফুরান এই মায়ের কৃপা,
তুলে নে সব মাথার পরে।
No comments:
Post a Comment