নগ্ন পায়ে, আদুল গায়ে, ছুটছে শিশু রাস্তা পানে।
মাটির সুবাস থাকবে না, খোলা পায়ে হাঁটবে না, এই শিশু কি সেই জানে!
কাঁচা মাটির সেই সড়ক, বৃষ্টিতে পঙ্কিল ধারক, সকল ই স্মৃতির অতল।
দু পাশে গাছের সারি, সড়কে ছায়া তার ই, পথিকেরে রাখিতো শীতল।
সে রাস্তা চওড়া হলো, সকল গাছ কাটা গেল, যেন খাঁ খাঁ শ্মশান।
রৌদ্রের প্রখর তাপ, যেন কার অভিশাপ, এ হেন হুতাশন।
শিশুটির বয়স বাড়ে, দেখলো একদিন রাস্তা পরে, পাতাহলো ইট।
তার উপরে দিলো পাথর, পাথর ঢাকলো পিচের আস্তর, রাস্তা ই হলো কালকূট!
চলছে এখন বড়ো গাড়ি, ছুটছে কালো ধোঁয়া ছাড়ি, কষ্ট হচ্ছে নিতে নিঃশ্বাস।
আধুনিক এ নগরায়ণ, বাড়ায় শুধু উষ্ণায়ন, কষ্ট লাঘবের নেই কো আশ্বাস।
নানান দেশে সভা হয়, কাটাতে এ বিপর্যয়, থামাতে এ উষ্ণায়ন।
কিন্তু হায়-- সব নিরুপায়, আমরা' ই আমাদের কষ্টের কারণ!
প্রকৃতির এই ধ্বংস লীলায়, কতো মানুষ প্রাণ যে হারায়, হিসেব রাখে কে?
নানান রকম মারণ ব্যাধি, অক্সিজেন বি না ঔষধি, রুগ্ন সব কে।
বাঁচতে করো সবুজায়ন, তবে ই প্রকৃত বিশ্বায়ন, সুস্থ সবল প্রাণ।
সকল রোগের হবে ক্ষয়, প্রাণোচ্ছল জীবন ময়, কর্মপন্থায় সঠিক বিজ্ঞান।
**************************
লেখমালা র ভুল ত্রুটি মার্জনীয়।
🙏🌹🌹🙏
No comments:
Post a Comment