Friday, 14 January 2022

প্রকৃতির ছবি -- মঞ্জুলা বর


ভোরে রবি বলল ডেকে খোলো এবার দোর 
আলো ঢেলে কালো ঢেকে হলো এখন ভোর, 
 ফুল ফুটেছে কুসুম বাগে গাইছে পাখি গান
 ফুলের গন্ধে মাতাল হয়ে ধরছে অলি তান।

শিশির ঝরে ভোরে বেলায় ভেজা থাকে ঘাস  
চাষি ভায়া  রোদে পুড়ে মাঠে করে  চাষ,
মাঠ ভরেছে সোনার রঙে দুলছে পাকা  ধান
মাঠে মাঠে ভাসছে সদাই পাকা ধানের ঘ্রাণ।

 হিমেল পরশ সদাই নিয়ে  ছুটছে বায়ু খুব 
 মাছরাঙাটি ঝপাস করে দিচ্ছে জলে ডুব,
 গরু ছাগল চরছে মাঠে খাচ্ছে সবুজ ঘাস
 বিলে খালে কাদা জলে খেলছে যত হাঁস।

 বধূরা বেশ কলসি কাঁখে যাচ্ছে নদীর ঘাট
 চাষি ভায়া শস‍্যের তরে যায় গো সদা মাঠ,
পাকা  ধানে  গোলা ভরে  থাকে হাসি মুখ  
পিঠে পায়েস করে ঘরে  পায়গো মনে সুখ  ।

বাড়ি ফিরে কাজের শেষে যাচ্ছে হাটে লোক
কঠোর শ্রমে  সকল কাজে সবার শুভ হোক,
ফলে ফুলে ভরে থাকে  শোভা বাড়ে বেশ
 পাখিরা সব নীড়ে ফিরে বেলা হলো শেষ।।

No comments:

Post a Comment