Friday, 14 January 2022

লাঞ্ছিত প্রকৃতি -- পরেশ চন্দ্র দাস


সর্ব উপদ্রপ সহা অবনি আজ দীর্ঘ নিঃশ্বাস ফেলি কহিছে,
মানুষ নামক সর্বভূক প্রাণীকে, রেহাই দাও আমাকে ।
এবার আমার পাক ধরেছে বয়সের আলোকবর্ষে ।
কার্বনের পরিমাপ বর্ধনে ,অক্সিজেনের হ্রাসে নিওন,হাইড্রোজেন সবাই দল বেঁধে আমার
বিশ্ব উষ্ণায়ন ঘটিয়েছে ।
যেখানে আমার ব্যালান্স খাদ্যভান্ডার উঃমেরু
দঃমেরুর তুহিন । লাঞ্ছ ,ডিনার, প্রাতরাস্  সারতাম অবলিলায় । যা ধ্বংশের দোরগোরে।
সুপ্ত জীবাণুরা আজ প্রাণ পেয়েছে ,জমিয়ে ভূমন্ডলের প্রাণীদের উপরে নিজেদের আধিপত্য বিস্তারে সক্রিয় ।
বিজ্ঞানের সমস্ত প্রোটোকল প্রশ্নপদক চিহ্নের
মুখোমুখি । হারজিৎ এর ডামাডোলে প্রকৃতি
চাইছে অব্যাহতি ।
চাহিদার যোগান দিতে জীবনটাই ডেসট্রয়েড ,
'দোষ শুধু ঈশ্বরের' ।।

No comments:

Post a Comment