Monday, 15 November 2021

যুগের প্রতীক ✒️পরেশ চন্দ্র দাস



"যত্র যোগেশ্বর কৃষ্ণো যত্র পার্থো ধনুর্ধর"
কৃষ্ণ যোগে বুদ্ধিমত্তায় সাহিত্যের 
নবজাগরণের ছায়া,
তীক্ষ্ণ শেন দৃষ্টির লেখক-পাঠকের
খেলায়—ভয়েস তার তটিনীবিধৌত
সমভূমির একবিন্দু জল ।
সত্তা, বুদ্ধিমত্তা কালের প্রবাহে মহীরুহে পরিনত হওয়া এক অপেক্ষার আঙ্গিকে স্রোতবহা।
সূচনা- মুষ্টিমেয় সৈনিকের আদম্য
পরিশ্রমের সাফল্য লাগজুরিয়াস্।
কলা-বালি মিশ্রিত রোল,
এক অপুর্ব স্বাদ সাগরের তীরে
দীপকরাগিনীর সুর ।
বাধা, গতিকে দুর্বার করে তোলে—
যদি এক কেন্দ্র বিন্দুর লক্ষ হয়
ব্রহ্মাস্ত্র ।ধ্বংশের উপত্যকায়
সৃষ্টি সুখের উল্লাসে *ভয়েস- কোভিট* জমজ সন্তান।
পাঠকপিপাশু গড়ে তোলার
কান্তারস আস্বাদনের নিরিখে
ক্ষৌণিময়  কৌশিকী সম।
ভয়েস নামক কষ্টি পাথরটা
আবৃতকারে , মাদুকড়ী সংগ্রহে
পরিব্রাজক।
আবেগমুগ্ধ নিরন্তন ভাঙ্গা গড়ার খেলায় ,মেতে আছি ভয়েসের
সৃজনশীল শুদ্ধ লেখক হবার
তাড়নায় ।
ভানু-শশীর মেলবন্ধন,সহিষ্ণুতার
মেঘডালে  সাম্যের গীতবিতানে
ভয়েসের নতুন পালক এসে যুক্ত 'যূগের প্রতীক, ।

No comments:

Post a Comment