Monday, 15 November 2021

শব্দেরা আর্তনাদ করে -- -প্রদীপ বাগ


        ‌‌     
অজস্র লেখা কবিতা সাহিত্য পত্রিকা সজ্জিত রয়েছে পৃথিবীর গ্রন্থাগারে,
রঙচটা ধোঁয়াটে পাঁপড় ভাজা কাগজের অক্ষর গুলো খসে খসে ঝরে পড়ে,
অবহেলার ধূলোয় আলমারিতে রাখা বইগুলো নিত্য উইপোকা মনের সুখে কুরে কুরে খায়,
আভিজাত্যের নিদর্শন জ্ঞানের প্রতীক তবু জাগলো না সমাজ মানবিক চেতনায়!!
প্রাজ্ঞ জনেদের ফুসফুসের ধমনি হতে নির্গমন রক্তের কালিতে লেখা পৃথিবীর পান্থশালার সারবস্তুর কথা,
জীবনের উপসংহার বিরহ বিদুর বেদনার্ত মনের সাদা পাতা অনুভূতির অক্ষরে শব্দের সূক্ষ্ম কারুকার্য রয়েছে সেথা,
অমনিশায় নিশ্চুপ নির্বিকার শব্দ চাষী হতাশাগ্রস্থ আজ উঠলো না পূর্ণিমার চাঁদ নিঃসঙ্গ রাতে!
শুধু লিখে রেখে যায় অব্যক্ত মনের না বলা কথা উদিত হয় যদি নতুন অরুণোদয় দিগন্ত প্রভাতে,
সুশোভন মুদ্রণে শব্দের বুনন অলঙ্কার খচিত অজস্র গ্রন্থ উপন্যাস কবিতা নান্দনিক লেখা,
সাহিত্য সাধনার পথিকৃৎ রক্ত মাংসের মানুষ আছে তাই কবিত্ব প্রাপ্তির স্বঘোষিত আত্মঅহমিকা,
পুঁথি গ্রন্থ হতে শব্দের অক্ষরমালা বিদ্রোহী কন্ঠে তুলেছে আওয়াজ মুক্তি চাই থাকবে না আর কাগজে বন্দী হয়ে..........
আধুনিক সভ্যতা সামাজিক অবক্ষয়ের পথে,রাশি রাশি গ্রন্থের পাহাড়ে জ্ঞান চেতনা লুকিয়ে আছে ভয়ে !!!
পচ্ছন্দের পাতা হতে আওড়ায় উদ্ধৃতি শব্দের ভাষা মেকি পান্ডিত্যের আড়ালে চারিদিকে সাধু সেজেছে শয়তান,
কেতাবি ভাষা শব্দে ঠাসা ওরা আর্তনাদ করে বন্ধ বইয়ের দরজা খুলে জ্ঞানের আলোকে পেতে চায় পরিত্রাণ............
        (সংরক্ষিত)

No comments:

Post a Comment