Monday, 15 November 2021

মনে পড়ে - ডাঃ অসিত কুমার সরকার



তোমায় মনে পড়ে, 
শীতের সন্ধা সাজানো 
এই বিকেলে, 
মিনি মিনি কুয়াশা ঘেরা 
প্রকৃতির নিচে। 
তোমায় মনে পড়ে , 
ছাদের কানায় সাজানো 
বেনচিতে বসে, 
ঐ দূরের পথ দিয়ে 
এখুনি যাবে কোথাও । 
ছিঁড়ে গেছে প্রেম
ভালোবাসার বাঁধন, 
তবু ভালোবাসি
ভালোবাসি আমি তোমাকেই। 
একটু দেখি বা না দেখি
তবু তার পূর্বাভাস 
বয়ে আসে বাতাসে, 
ঐ আম বাগান
পুকুরের বুক চিরে। 
মনে পরে যায়
তোমার ও মুখ খানা, 
শরীরের লাবণ্য, 
মনে পরে যায় 
সেদিনের সেই 
দূরে সরানোর ভাষা, 
ছিঁড়ে ফেলা ভালোবাসার 
কুটি কুটি চাহনি। 
মনে পরে যায় 
প্রথম দেখা তোমার 
মুচকি হাঁসির ঝলকানি 
ভালোবাসার ইশারায়। 
ভালোবাসা, ভালোবাসা, 
হা, ভালোবাসা, 
তোমায় মনে পড়ে।।।

No comments:

Post a Comment