তোমাকে আমি দেখিনি কোনোদিন
তবু তোমার কণ্ঠ শুনেছি বহুবার,
আছে আবেগ,
আছে ক্লান্তি হীনতা।
তোমার সেই কণ্ঠ মনে পড়লেই
মুখস্ত করে না মনে রাখতে পারা
বহুকবির নাম আমার মনে পরে যায়,
যেমন রবীন্দ্রনাথ,
তাকে আমি কোনোদিন পড়িনি
তবু যেন মনে হয়
তাকে আমি চিনি,
বহুযুগ ধরে চিনি।
কাজীনজরুল,তার প্রত্যেকটা বিদ্রোহী কথা যখন তোমার ঐ কণ্ঠে জাগে
তখন নিজেকেই যেন বিদ্রোহী মনে হয়
বিদ্রোহ করতে ইচ্ছে করে,
রক্তকে আপন করে নিতে ইচ্ছে করে
নেতাজির সেই কথা " তোমরা আমাকে রক্ত দাও,আমি তোমাদের স্বাধীনতা দেব " যেন নিজের বলে মনে হয়।
ভীষণ আপন মনে হয়।
হ্যাঁ তোমায় আমি চিনিনা,
তবে তোমার ওই কণ্ঠকে আমি চিনি,
প্রতি রাস্তায়,রাস্তায়
প্রতি বস্তিতে - বস্তিতে
প্রতি মঞ্চে মঞ্চে।
No comments:
Post a Comment