Monday, 15 November 2021

"ভয়েস" -- দিলীপ কংস বণিক


মনের আবেগ প্রকাশে উচ্চারিত হয় 'ধ্বনি',
কতো সুরের মূর্ছনা শ্রুতিমধুর বাক্য শুনি।
গীতি তরঙ্গে হয় মোহিত কন্ঠমাধুর্যে র প্রকাশ,
বজ্রের কন্ঠ ঘোষে কম্পিত মহী অশ্রু বর্ষে আকাশ।

মায়ের সুমধুর স্নেহ বাক্যে শীতল মন-প্রাণ, 
পিতার অনুশাসন বক্যে গড়ি উন্নত জীবন।
শিক্ষকরা বাক্য দ্বারাই করেন জ্ঞান-চক্ষু দান,
বন্ধু র প্রীতি বাক্যে হয়, 'হৃদয় মহান'।

মহান অনুভবে সৃষ্টি  "ভয়েস" সংগঠন,
সাহিত্য সাংস্কৃতিক এর মুক্ত অঙ্গন।
প্রচারের আলোয় আসিতে পারে না এমন গুণীজন,
তাঁদের প্রকাশ প্রয়াসে হয় সংঘের সৃজন।
শুধু সাহিত্য ই নয়, করেন সমাজ সেবা মূলক কর্ম,
ব্রতী হয়েছেন পালন করিতে মানবতার মূল ধর্ম।
বিজয়ের সুপ্ত বাসনা আজ বাস্তব বিজয়
হয়েছে সকল কর্মীদের নিরলস প্রচেষ্টায়।
'ভয়েস' কথার যথার্থ অর্থ বাহক এ সংগঠন,
শিখরে পৌঁছবে ই 'সাম্যবাদ' সঠিক মূল্যায়ন।
********************************
                🙏🌹🌹🙏

2 comments: