হে পুরুষ, তুমি কাম বীজ স্বরূপ--
প্রকাশিবে সত্য, করিবে সুন্দরের সৃজন।
আপনারে ভুলি, নিলে হাতে তুলি আপনার ধ্বংস করণ।।
কোন মোহ তে ভুলি আপন ধর্ম হয়ে উন্মত্ত কর সৃষ্টি অনাচার
হে পুরুষ আপনারে চেনো আপনি স্মরণ করো আপন অঙ্গীকার।
সত্য সুন্দরের পূজারী তুমি তবে কেন এহেন কদর্য রূপ তোমার
কেন এমন রূঢ়তা পৈচাশিক ভ্রষ্টাচার।।
হে পুরুষ তব তেজময় দীপ্তিতে অসুর নাশিতে সৃষ্টি করিলে দশভূজা--
পুরুষ! কেন আজি রক্ষিতে নারে ভগ্নি-আত্মজা?
ধিক্ ধিক্ শত ধিক্ তব পৌরুষেরে।
জাগ্রত করো পৌরুষত্ব, আত্মগুণ হোক মহত্ত্ব আপনি চিনো আপনারে,
তুমি সৃষ্টির আধার, ভোলো বারবার আপনি আপন সত্তা।।
তুমি যে মহৎ দেখিবে জগৎ সৃষ্টি করো আপনারে।
পুরুষ তুমি বর্ধিষ্ণু, সত্তা কেন ক্ষয়িষ্ণু? কোথা তোমা সহিষ্ণু?
পাতিয়া দিয়াছ আপনি বক্ষ রক্ষিতে মহান সৃষ্টি--
জাগো জাগো হে পুরুষ,
হে সত্য সুন্দরের পূজারী।
দেবতা ও যে যাচে, জ্ঞান-পুরুষ-ত্রিপুরারি।।
No comments:
Post a Comment