অসৎ আত্মাকে রিভাইভ করে,পাপ নগরীর
সেলিব্রিটি ।
লালসার মোহে কৈকেশী গর্ভে জন্ম আমার—'নাম রাবণ' ।
বর্ণসংকরের জিনেটিক রিলেশন ঘটিয়ে ,
এ যুগের মহান প্রবাদ পুরুষ *আমি*।
আমার কর্মের ছাপ সবার কলিজার ভিতর সুপ্ত
আকারে প্রবেশের জাতিস্মর ।
মনগড়া কথার জালে ছেঁকে তুলেছি প্রাণবন্ত,
নটীনারীর আশ্চর্য কাহিনী।
বর্বরতার 'মোখটা, বিক্রি হচ্ছে, ফেসবুক স্ট্যাটাসের রসময় মনোহরা
ইন্দ্রজালের ম্যাসেঞ্জারে ।
ভদ্রতার প্রাচীর টপকে পার হচ্ছে আমার
নীলরাতের পর্ণগ্রাফি ।
সতীত্ব এখন পণ্যজাত ,পটেশ্বরী ফ্লেক্সে বিজ্ঞাপন , খদ্দের আমি
দশমহাবিদ্যাধারী রাবণ ।
নারী দিয়ে নারী ধরে নারী পাচার চক্রে আমি
গুরমিতরামরহিম ।
আমার চিতাভষ্মে যে নেটওয়ার্ক ছড়ানো আছে,তার নতুন নামকরণ
প্যানডেমিক ।
'রাবণ আছে থাকবে পুরুষসত্বার
রেনেসাঁসে ।।
Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
No comments:
Post a Comment