পুরুষদের নাকি কষ্ট হয় না,
হওয়ার তো কথাও নয়, বাস্তবতায় তারা বাঁচতে জানে,
কান্না লুকিয়ে পুরোদমে হাঁসতে জানে।
পুরুষদের আবার মন ভাঙা কি,
পাজর ভাঙার কষ্ট কেবল হাড় গুলোই জানে
চামড়ার বাহিরে আর খতর দরকার কি???
পুরুষদের তো মন নেই,
প্রেম নিয়ে খেলেই কেবল
অথচ দায়িত্বের বেড়াজালে ডিঙিয়ে,
হয়না পাওয়া ভালোবাসা যাযাবর।।
পুরুষ মানেই তো প্লেবয়,
পুরোদমে ভালোবেসে অযুহাত দিয়ে ছেড়ে যায় কেবল,
অথচ তাদের কষ্টটাও মেয়েদের মতই প্রখর।
পুরুষ মানেই শক্ত সামর্থ
খুশিতে চকচক করা চোখ থাকলেও
কান্নায় জ্বল জ্বল করা চোখ থাকতে নেই
ও হ্যা পুরুষদের তো আবার কাঁদতে ও নেই।
কেননা পুরুষদের তো ইনকাম, দায়িত্ব আর নিজের ছোট বড় শখ চাওয়া পাওয়া ইচ্ছের বিসর্জনেই বড় হতে হয়, তাদের আবার কান্না কি,
তারা তো পাষাণ।
কেননা এই জগৎ এ বিসর্জন মানেই নারী,
পুরুষের আর কি হলেই হলো
কোন এক সুন্দরী রমনী আর বিলাসিতায় মোড়ানো বিশাল একটা বাড়ি।।
তবুও কখনো কখনো পুরুষেরাও অবহেলিত, প্রতারিত, এমনকি দিনশেষে তারাও বহন করে আকাশ সমান অসহায়ত্ব।।।।।।।।।।
No comments:
Post a Comment