Saturday, 16 May 2020

আলোর আল্পনা

 "আলোর আল্পনা" 
    --শিবানী মন্ডল 

অসহ্য যন্ত্রণার আগ্ৰাসনে
        জাগরুক প্রকৃতি,
রাত্রি যাপনের অধিকারে
দিগন্তহারা আকাশ।
প্রতিদিনের অভ্যাসে দাঁড়িয়ে দৈহিক তুলাদণ্ড।
তবু ঝরে যাওয়া শরীর -
আঁশ ছড়াতে ছড়াতে সম্বিত ফিরে পায়,
রোদহীন জলঘরের ক্রান্তিকালে।
তখনো এক বুক শূণ্যতা নিয়ে
জীবন এঁকে চলে পোড়া মাটির টেরাকোটা...।
যেন ভগ্ন, সিক্ত পলকের
      শব্দহীন নৌকা নিরুদ্দেশ!
প্রতিবার পরিচয় হয় বাস্তবের হৃদয়ে
আর অসীম বন্ধন ডানা মেলে উড়ে যায়।
স্তব্ধতার আঙুলে লেগে থাকে
নীল বিষের অনাস্বাদিত আল্পনা।
নিয়ম ভাঙা আলোর দরজায় তখন -
            খিল অকৃপণ...!!!

Copyrights@ 
-----------------------------------------------------------
 
শ্রীমতি শিবানী মন্ডল 
কবি -লেখিকা 
 ঝাড়খন্ড, ভারতবর্ষ   
---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------

No comments:

Post a Comment