"বিচিত্র অঙ্গীকার"
-- ক্ষমা কংসবনিক
নীল গগনে কালো মেঘের আনাগোনা,
হয়তো প্রেমের পূর্বাভাস |
শরীরতো মনের অধীন,
চিন্তা সে তার নিত্যসঙ্গী ছোট্ট কুটির বাস |
তাই বুঝি গর্জে বিদ্রোহী আকাশ |
শরীর গেলেও রুখবে প্রিয়ার সর্বনাশ |
মরার আগে মরব না হোক অঙ্গীকার|
বেঁচে আছি তাই বাঁচবে করো মনের সংস্কার |
সর্বনাশা অভিলাষা মনের প্রাঙ্গণ,
অভিমানী সে, প্রেম পিপাসি, শোনে না কারো বারণ |
গর্জে ওঠা আকাশ ও বোঝে,
মন - সে কি চায়?
প্রেম মিলনে, প্রিয়া বিহনে, মরণ ও ভীত প্রায় |
Copyrights@ Kshama Kangsabanik
------------------------------------------------------------
শ্রীমতি ক্ষমা কংসবনিক
কবি-লেখিকা
উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
No comments:
Post a Comment