হঠাৎ দেখা তোমার সাথে
ঐ আম্রবৃক্ষের তলে
তখন তুমি আমার কাছে
ছিলে অপরিচিত।
তোমায় দেখি লুকিয়ে আমি
ক্লাসের ফাঁকে ফাঁকে
তখন তুমি বোঝো নি আমায়
তখনও অপরিচিত।
দিন চলে যায়
রাত চলে যায়
খোঁজো নি তুমি আমায়
অপরিচিত তুমি তাই।
বার পনেরো তাকাই আমি
তোমার ভ্রুক্ষেপ নাই
কারণ আমি তোমার
অপরিচিত তাই।
যখন তুমি অন্যের হলে
খুঁজলে না আমার হাত
কারণ আমি তোমার
অপরিচিত তাই।
Copyrights@ Mohan Haldar
---------------------------------------------------------------
শ্রী মোহন হালদার
লেখক ও গবেষক
গাজল, মালদা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
No comments:
Post a Comment