Sunday, 4 July 2021

চিঠি এখন স্বপ্ন - শুভ্রা চন্দ্র



চিঠি আজ তোমায় খুঁজি অতীতের স্মৃতির পাতায় ব্যথা ভরা মনে। 
তুমি হারিয়ে গেছ আধুনিকতার 
যাঁতাকলে বহুদূরে নিরুদ্দেশের পথে। 
হ্যায়, হ্যালো, ম্যাসেজে সীমাবদ্ধ 
খবরাখবর আধুনিক কালে। 
পোষ্টকার্ড, ইনল্যান্ড ,ইনভেলপ 
আজ স্বপ্নের দেশে দিয়েছে পাড়ি। 
নববর্ষ, বিজয়া দশমীতে   শ্রীচরণেষু, পূজনীয়, প্রিয়, স্নেহের শুভ বার্তা নিয়ে আসো নাতো উড়ে ।
এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াতে কাব্য হয়ে।
কত সুন্দর কাব্যমালায় গাঁথা হতো তোমাকে। 
মা, বাবা লিখতো চিঠি ছেলে মেয়েদের কত স্নেহ, মায়া-মমতা ভরে খামের ভিতরে। 
সন্তানের চিঠির আশায় প্রহর গুণতো দরজার কাছে ডাক পিওনের অপেক্ষায়। 
প্রেমের চিঠি জানে নাকো এ যুগের প্রেমিক যুগলেরা। 
প্রেমসুধা ভরে আসতে তুমি প্রেমিক,প্রমিকার 
কাছে  প্রেমের কাব্য হয়ে। 
নববধূরা করতো অপেক্ষা লাজুক আঁখিতে প্রিয়তমের আসবে কখন চিঠি কর্মক্ষেত্র থেকে মনের কথা গোপন কাব্যমালা হয়ে।
চুপিচুপি পড়তো ঘরে গিয়ে খুশির প্লাবনে ভেসে। 
সুখ-দুঃখের খবর বহনকারী চিঠি যুগের ধর্মে 
ঘুমিয়ে আছে নিশ্চিন্তে।  
আবার উঠুক চিঠি সাহিত্য জেগে সুন্দর কাব্য হয়ে মানুষের মননে।
কাগজে কলমে আসুক ফিরে চিঠি লেখার 
মধুর প্রকাশ। 
হৃদয়ে তুলুক  প্রেম, প্রীতি, ভালবাসার সেই পুরোনো বারতা ।
ফিরে এসো চিঠি তুমি  আবার চির আনন্দ 
নিয়ে। 
চির অম্লান হয়ে থেকো মাধুর্য ভরা পোষ্ট 
কার্ড, ও খামে এই পৃথিবীর বুকে।

No comments:

Post a Comment