Sunday, 4 July 2021

ভালোবাসার মূল্যবোধ - ডাঃ অসিত কুমার সরকার


ভালোবাসায় 
একটা বেদনা আছে 
যা সবাই বুঝতে পারে না। 
তোর জন্য ফেলা প্রতিটা
চোখের জল আজও
আমাকে বাস্তবতা শিখাচ্ছে। 
কাউকে ভালোবাসা টা কোন 
অপরাধ নয়। 
কিন্তু কাউকে বেশি আবেগ দিয়ে ভালোবাসাটাই, হচ্ছে সবচেয়ে বড় অপরাধ!! 
জীবনে সুখী হতে বেশি 
বেশি কিছু লাগেনা। 
বুঝার মতো একজন মনের মানুষ হলেই হয়। 
কাউকে অতিরিক্ত ভালোবেসে
গুরুত্ব দিলে, 
সে তোমাকে সস্তা ভেবে 
অবহেলা করবে,এটাই বাস্তব। 
দুরত্ব সব সময় শুধু কষ্টই দেয় না
অনেক সময় ভালোও রাখে। 
ভাঙা নৌকা যেমন বেশিখন
ভেসে থাকেনা, ঠিক তেমনি বিশ্বাসহীন প্রেম ও বেশি দিন টিকে থাকেনা। 
ভুল করতে সময় লাগে না 
সময় লাগে ভুল শোধরাতে। 
অন্যের ভুল ধরার আগে নিজে, সেই ভুলটা করেছেন কিনা, সেটা ভেবে দেখুন অন্যের ভুল ধরা যতটা সহজ, 
নিজের ভুল গুলো বুঝতে পারা তার চেয়েও অনেক বেশি কঠিন। 
মানুষগুলো বড়ই অদ্ভুত! 
হাসি খুশি জীবন 
কেড়ে নেয় বলে খুশিতে থাকো ভালো থাকো!!! 
জীবন থেকে  যদি ফেলে আসা
দিনগুলো মুছে ফেলা যেতো
তাহলে তোমার জন্য আর কষ্ট পেতে হতোনা ।!! 
তোমাকে ছাড়াই সুখি হতে পারতাম।!! 
যারা ছেড়ে না যাওয়ার 
কথাদেয়, তারাই সবার আগে ছেড়ে চলে যায়।!! 
রাগ করি বা অভিমান করি
দিন শেষে আমি শুধু 
তোমাকেই ভালোবাসি। 
তাইতো প্রতিবার তোমার কাছে ফিরে আসি।

No comments:

Post a Comment