নিশির স্বপ্নে ঘুম ভেঙে দেখি,
বাঁ চোখ নাচে জোরে,
গিন্নী বলে চিঠি পেয়েছি আজ-
শেষ রাতে কিম্বা ভোরে।।
অনুমানটা আগেই ছিল মনে-
পাইনি বলার অবকাশ,
পত্র লিখে আসছে সোনামানিক -
জানি!করবেনা বিশ্বাস।।
জীবনের "চরম চিঠি"হয়েছি বিহ্বল,
খুশিতে আহ্লাদে আটখানা,
বাবা বলে ডাকবে আমায়-
মা-বলবে মানিকসোনা।।
এই আশাতেই মানুষ বাঁচে,
সুখে-দুখে- দুধেভাতে,
ধনী দরিদ্র সবার ঘরে-
বাড়বে খোকা হাতেনাতে।।
সংসারের এই চিঠিতে রকমারী,
অপরের হয়তো নয় দরকারী,
আমরা কেবল খুশিতেই সুখি,
বিশ্বপিতার নজরদারী।।
এক জোয়ারে চলছি সবাই-
মানছি সব সৈনিক,
বিশ্বজুরে একই খেলায়-
চিঠিতেই সোনামানিক ।।
No comments:
Post a Comment