নিধন যজ্ঞে মেতেছি মোরা-
হয়েছি বিহ্বল,
জ্ঞানপাপী সেজেছি তাই,
আতঙ্কেতে গ্লোবাল।
সন্তুলন নিয়েছি কেড়ে-
ধরা হয়েছে ম্রিয়মান,
সভ্যতার দাপটে বিশ্ব
বদলে দেবে কক্ষস্থান।
বৃক্ষছেদন,দাবানল,ক্ষয়িষ্নু-
যুগের অবসান,
নির্মমতায় ভরা পৃথ্বী,
সভ্যতার লোকসান।
অনেক বড়ো ঝঞ্ঝা আসবে-
তৈরী থাকো সত্তর,
মুহুর্তেই কেড়ে নেবে,
জীবন, জিনিষ পত্তর।
জল নিধনে সবাই পটু,
দোষী সুধু অন্যে,
ভূ-নিম্নে জলসঞ্চয় দায় কার?
খুজি যে হন্যে।
প্লাস্টিকে ছেয়ে গেছে গোটা মহী,
ভাবনায় বিজ্ঞ,
সচেতনতার স্রোত কমেছে,
জ্ঞান পাপীরাই অজ্ঞ।
সমস্যার কাণ্ডারী কে?
জন্মেছে কী ভূধরে,
দৈবকি কে কোথায় পাবো-
কৃষ্ণ কার উদরে।
শত দোষ নিজে করি
ঢেকে রাখি অবগুন্ঠনে,
এই করে দুশো বছর দিয়েছি-
শুধুই আত্মহননে।
আধুনিকতার ভারে দুর্বল-
এই ভূ-গোলকে,
আলোকবর্ষ দূরে চলে যাবে
ছিটকে এক পলকে।
মূল্যবোধের দিন আসছে বন্ধু,
অপেক্ষার শরণ,
সভ্যতার চিহ্ন কেউ পাবেনা,
হবেই যে মরণ।
No comments:
Post a Comment