Tuesday, 22 June 2021

মেঘে ঢাকা তারা – স্বপন গায়েন

 



মেঘে ঢাকা তারাদের মতো মানুষের জীবনমেঘে ঢেকে গেছে
গন্ধহীন বিবর্ণ ফুলের মতো অসহায় জীবন
মুক্তির পথ হারিয়ে ফেলেছে বিপন্ন সময়েরকাছে


ঘলা আকাশের দিকে তাকিয়ে আছে কবেউঠবে সোনালী রোদ্দুর

ভালোবাসার উঠোন ডুবে গেছে অচিনজ্যোৎস্নায়
মেঘের জীবনে লুকোচুরি খেলা চলে আজীবন


সুখ হারিয়ে গেছে হৃদয়ের অলিন্দ থেকে-

ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের শব্দ মানুষকেঅসহায় করে তুলেছে
মাঠগুলো ডুবে গেছে বর্ষার প্রথম বৃষ্টিতে


ডুবে যাচ্ছে ফসলের মাঠসুখ ভেসেছেঅন্ধকারেভা

ঙাচোরা মনের খবর 'জন রাখে -

মেঘে ঢাকা জীবন কতদিন চলবে কেউ জানেনা


পাথর চাপা হৃদয় বড় কষ্টে আছে ...

ভোরের আলোতে কোনো খুশির আছে কীমানুষ বাঁচে আশায়
সত্যি জীবনের গল্প বডই দুঃখেরবিবর্ণমানুষের অলিখিত বর্ণমালা

No comments:

Post a Comment