হৃদয়ে গভীর ক্ষত -মুখে হাসি তবু
নিরন্তর সমাজের জ্বালা একা দেহে লয়ে
কর্তব্যের ভারে হার মানেনি সে কভু
সদা, গাল ভরা হাসি তার -শত জ্বালা শয়ে;
অতিবাহিত দিন -এক মুঠো গ্রাসে
অম্বল এর অভিনয় -খুব অনায়াসে
ক্লান্ত শরীরে বলে আমি আছি ওরে
এনে দেবো সর্বসুখ তোদের এই ঘরে ।
লুকিয়ে রাজকীয় সাজ -পরনে ধুলো জামা
তাঁর মনের সাজে, সাজে নিজের প্রেমের প্রিয়তমা;
তবুও শোনেন গঞ্জন তিনি -মুরোদ নেই তার
দেয়নি কেন আজও অব্দি -একটিও মনিহার!!
ওরা কি কখনো বুঝবে ব্যথা কর্দমাক্ত হাতের?
একা প্রহরীর জাগতে রহো ধ্বনিটির ওই রাতের??
তার আঁধার ভেঙে ছিনিয়ে আনা সুখের চাবিকাঠি
রাতের শেষে যা নিয়ে করে পরিবার পরিপাটি।
তোমরা কি বুঝবে ব্যাথা বন্ধ ঘরে তার?
লোকচক্ষুর অন্তরালে কান্নার ডংকার!!
না পাওয়া তার বাসনা গুলি আজও গুমরে বলে
অপূর্ণতা হাসতে দেখো তোমার ছেলের গালে।
তাই, ধন্য পিতা ধন্য ত্যাগী তুমি আমার স্বর্গ
তোমার চরণে অর্পণ করি শ্রদ্ধাভরে অর্ঘ্য ।।
No comments:
Post a Comment