Tuesday, 22 June 2021

বাবাদের কিছু গুণ - ডাঃ অসিত কুমার সরকার


বাবাদের জামা কাপড় গুলো বেশির ভাগ সময় মা -  দের শাড়ী থেকে দামী হয়না। বাবাদের আলমারিতে ভর্তি জামাকাপড় থাকে না। বাবাদের জুতা চলে বছরের পর বছর। যতোখন না জুতার শুকতলা শেষ না হয়। মোবাইল টা একবারে খারাপ না হওয়া অবদি, বদলান না। ঘড়ি টা বৃদ্ধ হয়, তবুও হাতেই থাকে। একা খেতে গেলে সবচাইতে সস্তা হোটেল খোঁজে। একা কোথাও গেলে লোকাল বাসে চড়ে যায়। রোদ, বৃষ্টি, ঝড়, মাথায় নিয়ে পরিবারের জন্য সনচয় করে। বউ, সন্তান কে সবচেয়ে দামী জিনিস গুলো কিনে দেয়। বাবারা একান্ত বাধ্য না হলে, কখনো না বলে না। নিজের জন্য সবচেয়ে কৃপণ, বাবারা তার সন্তানদের জন্য সবচেয়ে বেহিসাবি। বেশির ভাগ বাবাই ভালোবাসি শব্দ বলতে জানে না, করতে জানে। তারা আজীবন তাদের ভাগের বিলাসিতার ভাগ দিয়ে, বউ, সন্তান কে ভালোবেসে যায়। পৃথিবীতে অসংখ্য খারাপ পুরুষ আছে, অসংখ্য খারাপ জন্মদাতা ও আছে, কিন্তু একটা খারাপ বাবা নেই। বাবা  মানে তো আড়ালে আদর সামনে অনেক রাগ। বাবা মানে তো সবসময় চায় সন্তান এর জয়।

# ঘোষপাড়া বালুরঘাট সাউথ দিনাজপুর 

No comments:

Post a Comment