ঠিক যেমন কারখানা থেকে
নব নব ধাতুর উৎপত্তি আকরিক হতে,
তেমনই পিতৃসত্তা সঞ্চারিত হয়, তার ঔরসজাত অপত্যে।
তার বৈশিষ্ট্যাবলী প্রবহমান
জনু থেকে জনুতে,
কোনটা প্রচ্ছন্ন থাকে
আবার কোনটা প্রকট হয়ে ওঠে।
সে পরম সুখ লভে সন্তান-সন্ততির লালনে
তারাও পার করে সাবালকতার সীমারেখা একদিন,
পূর্বসূরি ছেড়ে যায় ইহলোক
তবুও ভাবী পিতৃপুরুষ ব্যতীত জনুঃক্রমের প্রবাহভার হয় বিলীন।
ভয়েস গ্ৰুপের সর্বদা শ্রীবৃদ্ধি কামনা করি।
ReplyDelete